এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের মামলায় গেরোয় কেজরিওয়াল, সৌজন্যে প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র

ফের মামলায় গেরোয় কেজরিওয়াল, সৌজন্যে প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্র


আবার ও দিল্লীর মুখ্যমন্ত্রী  অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতায় অংশ নিলেন বিক্ষুদ্ধ আম আদমি পার্টি বিধায়ক ও দিল্লির প্রাক্তন মন্ত্রী কপিল মিশ্রা। এদিন তিনি দিল্লীর মুখ্যমন্ত্রীর বিধানসভায় কম হাজিরা সংক্রান্ত বিষয় উত্থাপন করে দিল্লী হাইকোর্টে মামলা দায়ের করলেন। জানা যাচ্ছে পরদিন এই মামলার শুনানির তারিখ পড়ার সম্ভবনা রয়েছে। কপিল মিশ্রা এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বললেন, জল সমস্যা দিল্লীর একটি প্রাচীন এবং প্রাত্যহিক সমস্যা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এই সমস্যার প্রতিকারের জন্যে  মুখ্যমন্ত্রী তথা জলদপ্তরের মন্ত্রী কেজরিওয়ালকে বিধানসভায় নিয়মিত উপস্থিতির অভাবে পাওয়া যায়না । ফলে উপযুক্ত আলোচনার অভাবে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছেনা। ফলস্বরূপ জল সমস্যা প্রতিকারের বদলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কপিল মিশ্রা এদিন তাঁর অভিযোগ পত্রে মুখ্যমন্ত্রীর বিধানসভায় উপস্থিতির দিন উল্লেখ করে জানান, বিগত বছর ২০১৭ সালে ২৭ দিন বিধানসভার অধিবেশন আয়োজিত হয় যার মধ্যে মুখ্যমন্ত্রী মাত্র ৭ দিন উপস্থিত হয়েছিলেন। এই উপস্থিতির প্রসঙ্গে দিল্লির জলদপ্তরের এই প্রাক্তন মন্ত্রী বললেন, ” এতেই বোঝা যায় দিল্লির জনগণের বিষয়ে আলোচনা করতে ও তাদের উন্নয়নে এবং তার কাছ থেকে প্রত্যাশিত কর্তব্যপালনে মুখ্যমন্ত্রী কতটা আন্তরিক।” এদিন তিনি আদালতে আবেদন করলেন আদালত যে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিধানসভায় নিয়মিত উপস্থিতির বিষয় নিশ্চিত করার জন্যে দিল্লির লেফট্যানেন্ট গভর্নর ও স্পিকারকে নির্দেশ দেয়। এছাড়াও এই বিক্ষুদ্ধ আম আদমী দলের নেতা এদিন দলের প্রধানের কাছ থেকে দিল্লী সরকারের বার্ষিক কাজের খতিয়ান চাইলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!