এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন বাড়ছে ধর্ষণ? কেন্দ্রের কাছে বিজ্ঞানসম্মত সমীক্ষা ও শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের

কেন বাড়ছে ধর্ষণ? কেন্দ্রের কাছে বিজ্ঞানসম্মত সমীক্ষা ও শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েক বছর ধরেই দেশ জুড়ে বাড়ছে মহিলাদের উপর দৈহিক অত্যাচার ও ধর্ষণের ঘটনা। যদিও বেশ কিছু স্থানে অপরাধীদের চিহ্নিত করে, তাদের শাস্তিও দেয়া হয়েছে। কিন্তু এরপরেও লাগাম পরানো যাচ্ছে না দেশজুড়ে চলা নারীদের উপর বিভিন্ন অত্যাচার ও হেনস্তার। ধর্ষণের ঘটনা ঘটলেই বেশিরভাগ সময়ে কোন রাজনৈতিক দল দায়ী করে থাকে অন্য কোন দলকে। তারপর তা নিয়ে চলে রাজনৈতিক সংঘর্ষ।

কিন্তু এবারে কোন রাজনৈতিক ভাবে দোষারোপ নয়। মহিলাদের উপরে কেন বেড়ে চলছে দৈহিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা? সংসদে স্ট্যান্ডিং কমিটির এক বিশেষ বৈঠকে এর বিজ্ঞানসম্মত সমীক্ষার দাবি জানালো তৃণমূল। এ বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করে একটি শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের এই দাবিকে সমর্থন জানাতে দেখা গেল কংগ্রেস-বিজেপিকে। এরপর সাংসদদের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সরকার এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

প্রসঙ্গত, দেশের নারীদের উপর ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলা অত্যাচারের বিষয়কে কেন্দ্র করে সংসদের স্ট্যান্ডিং কমিটি একটি বিশেষ বৈঠকের আয়োজন করে ছিল। যে বৈঠকে উপস্থিত ছিলেন আনন্দ শর্মা সভাপতিত্বে কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য বিজেপি সংসদ রাকেশ সিনহা, ডিএমকে সাংসদ দয়ানিধি মারান সহ অন্যান্য সাংসদেরা। এই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে জানতে চাইলেন যে, মহিলাদের উপর কেন দিনে দিনে অত্যাচার বাড়ছে? এর কি কোন বিজ্ঞানসম্মত সমীক্ষা আছে? স্বরাষ্ট্র সচিব উত্তর দিলেন, সেরকম নির্দিষ্ট কোনো কারণ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর দীনেশ ত্রিবেদি এই বৈঠকে জানালেন যে, দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণের অপরাধে অভিযুক্ত অপরাধীদের মৃত্যুদণ্ডের মতো শাস্তি হয়েছে। কিন্তু এর পরও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সেভাবে কমেনি। মহিলাদের উপরে নির্যাতনের বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করে থাকে। তাই একেবারে গোড়ায় গিয়ে এই সমস্যার সমাধানের উপায় সন্ধান করার প্রয়োজন আছে। তিনি প্রশ্ন করেন যে, এ বিষয়ে অপরাধীদের মধ্যে কেন কোনো ভয় কাজ করে না, তা নিয়ে সাইকোলজিকাল সমীক্ষার প্রয়োজন আছে। সেই সঙ্গে তিনি জানান যে, অভিযুক্ত অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দিলে তার বিরুদ্ধে সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে।

এই বৈঠকে দীনেশ ত্রিবেদির মতের সঙ্গে অন্যান্য বহু সাংসদকে একমত হতে দেখা গেল। এই বৈঠকে প্রথমদিকে সরকার ও বিরোধী দলের সাংসদদের মধ্যে উত্তরপ্রদেশের হাথরাসের আত্যচারের ঘটনা নিয়ে বেশকিছু মতান্তর, বিরোধ ঘটলেও পরবর্তীকালে দেশে ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলা নারীঘটিত অপরাধের প্রকৃত কারণ অনুসন্ধান ও এর সমাধান খুঁজে বের করার পক্ষেই সহমত হলেন বিভিন্ন দলের সাংসদেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!