এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া নির্দেশ, শুভেন্দুর মামলায় আরও চাপে মমতা সরকার!

কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া নির্দেশ, শুভেন্দুর মামলায় আরও চাপে মমতা সরকার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে চলছে ভোট পরবর্তী হিংসা। আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন ১৯ শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার নির্দেশ দিয়েছিল। তবে সেই কেন্দ্রীয় বাহিনী যে স্কুলগুলোতে রয়েছে, পড়াশোনার জন্য সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য।

আর এটাকে রাজ্যের কারসাজি হিসেবে তুলে ধরে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য থেকে তাড়িয়ে যাতে হিংসা আরও বাড়ানো যায়, তার চেষ্টা করছে তৃণমূল। এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছিল। তবে এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, গতকাল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি বড় নির্দেশ দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় আদালত জানিয়ে দেন যে, রাজ্যে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা যাবে না। এক্ষেত্রে বিরোধী দলনেতার মামলার পরিপ্রেক্ষিতে আগামী ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বভাবতই বিরোধী দলনেতার এই পদক্ষেপ রীতিমত মমতা সরকারের অস্বস্তি দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!