এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খেজুরিতে জনজোয়ার, শুভেন্দুর নেতৃত্বে মমতা পুলিশকে বড় শিক্ষা দিল জনতা!

খেজুরিতে জনজোয়ার, শুভেন্দুর নেতৃত্বে মমতা পুলিশকে বড় শিক্ষা দিল জনতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারবার আদালতে গিয়ে এই রাজ্যকে শিক্ষা দেওয়ার পরেও তাদের শিক্ষা নেই। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের আটকানোর জন্য বিভিন্ন জায়গায় মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। আদালত থেকে জয় নিয়ে আসার পরেও, সেই একই ভুল করছে এই রাজ্যের পুলিশ। বারবার তারা প্রমাণ করে দিচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদেশে পরিণত হয়েছেন তারা। গতকাল খেজুরি থানায় গিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল, তা নিয়ে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি আজকেও তিনি এর বিরুদ্ধে যে খেজুরিতে মানুষের জোয়ার নিয়ে মিছিল করবেন পুলিশের বিরুদ্ধে, সেই সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছিলেন। অবশেষে নিজের কথামতই কাজ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ একেবারে খেজুরিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই রাজ্যের পুলিশি ষড়যন্ত্রের বিরুদ্ধে, দলদাস পুলিশের বিরুদ্ধে জনতার আওয়াজ গর্জে উঠতে দেখা গেল। যার ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, এই সরকারের শেষের সেদিন কিন্তু চলে এসেছে। পুলিশ দিয়ে দমন পীড়ন করার দিন প্রায় শেষের মুখে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই খেজুরি এলাকায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর তার পরিপ্রেক্ষিতেই আজ শুভেন্দু অধিকারী সেই খেজুরি এলাকায় পৌঁছে যান। বিজেপি কর্মী সমর্থক সহ যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তাদের সকলকে নিয়ে একটি মিছিল করেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে এই মিছিল হলেও, আশ্চর্যজনক ভাবে সেখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যা দেখে অনেকেই বলছেন, মানুষ আর পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পাচ্ছে না। সন্দেশখালির ঘটনা থেকে উৎসাহ পাচ্ছে গোটা রাজ্যবাসী। এতদিন অনেকে কষ্ট হলেও, মুখ বুঝে সব সহ্য করছিলেন। কিন্তু শাসককে ভয় পেলে তারা যে আরও অত্যাচারী হয়ে উঠবে, তা বুঝতে পেরেছেন জনতা জনার্দন। যার ফল স্বরূপ তৃণমূল এবং এই রাজ্যের ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে জনতার সমবেত প্রতিবাদ খেজুরির রাজপথে আছড়ে পড়তে দেখা গেল।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কম মামলা করেনি এই রাজ্যের সরকার। কিন্তু দিনের শেষে সেই শুভেন্দু অধিকারী আদালতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে, শুধুমাত্র প্রতিহিংসার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে। এমনকি বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা হয়েছে। কিন্তু আদালতে গিয়ে বিজেপি জয় নিয়ে এসেছে। এই রাজ্যের থোতা মুখ ভোঁতা করে দিয়েছে। কিন্তু এরপরেও এদের লজ্জা নেই। এরা আবার খেজুরিতে মিথ্যে মামলা দিয়ে ভেবেছিল, মানুষ পুলিশকে ভয় পাবে। তবে সেসব দিন অতীত। তবে এবার চোখে চোখ রেখে কথা বলার পালা। তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো ভয়কে না রেখে মানুষ যেভাবে পথে নামলো, তাতে বোঝাই যাচ্ছে যে, তৃণমূল একঘরে হতে শুরু করেছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!