এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘‌খেলার শেষ দেখে ছাড়ব।’‌ – মনোনয়ন জমা দিয়েই তৃণমূলকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কার

‘‌খেলার শেষ দেখে ছাড়ব।’‌ – মনোনয়ন জমা দিয়েই তৃণমূলকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিধানসভার উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন দাপুটে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী সহ আরো অনেকে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গোলবাড়ি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানালেন যে, খেলার শেষ দেখে ছাড়বেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনোনয়ন জমা দেবার পর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানালেন যে, মুখ্যমন্ত্রী হলেন তাঁর মায়ের বয়সী। তাঁর কাছে গিয়ে তিনি বলবেন যে, তাঁর মেয়ে এসে দাঁড়িয়েছেন, তাই তাকে তিনি আশীর্বাদ করুন। আজ তাঁর মনোনয়ন পেস করার সময় যেভাবে তাঁকে সঙ্গ দিলেন দলের হেভিওয়েট নেতারা। তা দেখে অনেকেই মনে করছেন যে, ভবানীপুরকেও নন্দীগ্রামের মত গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি। ভবানীপুরের জন্য বিশেষ রণকৌশল নির্ধারণ করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছিল যে, ভবানীপুরে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!