এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয় – বিগত পাঁচ বছরে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব কোথায়?

নতুন বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয় – বিগত পাঁচ বছরে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব কোথায়?


বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এবার ফের আর্থিক বিষয়ে বার্ষিক আয়-ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ উঠল সেই বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে। সূত্রের খবর, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের মুখ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিগত পাঁচ বছরের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, এই অডিট অফ অ্যাকাউন্টসই ঠিক করে যে, বছরে ঠিক কত টাকা আয় এবং কত টাকা ব্যয় করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 2012-13 থেকে 2017-18 পর্যন্ত এর কোনো হিসেব জমা পড়েনি বলে অভিযোগ সেই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের।

এমনকি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বিগত বছরগুলিতে 18 টির বেশি নথি চাওয়া হলেও তার বেশিরভাগটাই দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন এই সংস্থার কর্তারা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার এই আর্থিক বিষয়ে অস্বস্তিতে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফিনান্স অফিসারের বিরুদ্ধে কোটি কোটি টাকা বেআইনি ভাবে ফিক্সড ডিপোজিট বা সিন্ডিকেটের সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ ফিনান্স অফিসারের ঘর নিয়ে এতকাল বহু বিতর্কের মাঝেই ফের এই অডিট সার্টিফিকেট জমা না দেওয়ায় প্রবল অস্বস্তিতে বিশ্ববিদ্যালয়।

কিন্তু বিগত পাঁচ বছর ধরে কেন এই হিসেব দেওয়া হলো না? এদিন এই প্রসঙ্গে সহ-উপাচার্য (অর্থ) মীনাক্ষী রায় বলেন, “হিসেব জমা না পরার ব্যাপারে আমরা এমন চিঠি মাঝে মধ্যেই পেয়ে থাকি। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ফিনান্স কমিটিত নেওয়া হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে আমাদের প্রক্রিয়া জারি রয়েছে।” একাংশের মতে, গোড়ায় নিশ্চয়ই গলদ রয়েছে। আর তাই বিগত পাঁচ বছর এই অডিটের কোনো রিপোর্ট পেশ করা হয়নি। কিন্তু ঠিক কবে এই অডিট সার্টিফিকেট দেওয়া হবে এখন তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!