এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পশ্চিমবঙ্গ “পশ্চিম বাংলাদেশ”? প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নয়া পোস্টারে বাড়ছে বিতর্ক!

পশ্চিমবঙ্গ “পশ্চিম বাংলাদেশ”? প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নয়া পোস্টারে বাড়ছে বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান করার অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছে। আর তার কারণে বাংলায় এত সন্ত্রাস হচ্ছে। তবে বিজেপির সেই দাবি বিতর্কিত খবর হিসেবে প্রকাশিত হলেও, সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

এবার কোচবিহারের দিনহাটায় যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হল, তাতে রীতিমত বিতর্ক বাড়ছে। জানা গেছে, বিজেপি দিনহাটা ফেসবুক পেজের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে  শেখ হাসিনার ছবি দিয়ে লেখা রয়েছে, “সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না। এটা ভিক্ষা নয়। জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্যভান্ডার আপনার অধিকার।” আর তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেওয়া রয়েছে। আর এই ছবি পোস্ট করে বিজেপির সেই ফেসবুক পেজের পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। যদিও পোস্টার এ কোথাও তৃণমূলের উল্লেখ নেই।

বিজেপির সেই ফেসবুক পেজের পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে লেখা রয়েছে, “আচ্ছা আমরা কি মাননীয়ার উদ্যোগে বাংলাদেশের অংশ হতে চলেছি? আমাদের প্রধানমন্ত্রী কি শেখ হাসিনা? তৃণমূলের নেতারা কি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিচ্ছে! ভাবুন দিনহাটাবাসী, আপনাদের ঘরের দুয়ারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছে তৃণমূলীরা। নাকি দিনহাটার বিধায়ক দলবদল করে শেখ হাসিনার হাত ধরলেন!”

আর এই গোটা ঘটনায় বিজেপির পক্ষ থেকে এই ফেসবুক পোস্ট করা নিয়ে যেমন বিতর্ক ছড়িয়েছে, ঠিক তেমনই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ করেছে, তা রীতিমতো রাজ্য রাজনীতিকে সরগম করে তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।অনেকে বলছেন, এতদিন ত্রাণ নিয়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে ময়দানে চাপে ফেলে দিয়েছে বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার যেভাবে বাংলার মাটিতে ত্রাণ বিলি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পোস্টার পড়েছে, তা নিঃসন্দেহে বিতর্ক সৃষ্টি করেছে। আর সেই পোস্টারকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে যেভাবে তৃণমূলকে কটাক্ষ করে পশ্চিম বাংলাদেশ স্থাপনের চক্রান্ত করা হচ্ছে বলে আক্রমণ করা হল, তাতে তৃণমূল অনেকটাই কোণঠাসা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও বা তৃণমূলের তরফে এই ব্যাপারে পাল্টা দাবি করা হয়েছে, আসলে বিজেপি কুৎসা করাতে ওস্তাদ। এই ছবি তৃণমূল লাগেনি, বিজেপি এই পোস্টার লাগিয়েছে ও তৃণমূলের নামে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া তাদের দাবি বিজিপি নোংরা রাজনীতি করে তাই মানুষের এই দুর্দিনে তারা এই রকম কথা বলে জনসাধারনের মনে জায়গা করে নিতে চাইছে। কিন্তু মানুষ কোনভাবেই বিজেপিকে সমর্থন করবেন না।

কিন্তু তৃণমূল যাই বলুক না কেন প্রশ্ন উঠছে যে এত বড় একটা কান্ড ঘটলো আর তা তৃণমূলের কেন চোখে পড়লো না, কেন সেই পোস্টার লাগাতে দেওয়া হলো, কোনো প্রতিবাদ করা হলো না বা প্রশাসন কেন কোনো ব্যাবস্থা নিলো না। সব মিলিয়ে দিনহাটার মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রাণ বিলি নিয়ে ধন্যবাদ জ্ঞাপনের পোস্টার রীতিমতো বিতর্ক তৈরি করল রাজ্য রাজনীতিতে।

 

যদিও এই খবরের সত্যতা বা সূত্র ওই ফেইসবুক পোস্ট । এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই ফেসবুক পোস্ট এর পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!