এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কথা রাখলেন মমতা, দুয়ারে পৌঁছলো রেশন, জেনে নিন

কথা রাখলেন মমতা, দুয়ারে পৌঁছলো রেশন, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  কথা দিলে যে তিনি কথা রাখেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকার আবার ক্ষমতায় আসলে তিনি দরজায় দরজায় রেশন পৌঁছে দেবেন। মানুষকে আর রেশনের দোকানে গিয়ে হন্যে হয়ে পড়ে থাকতে হবে না। আর তৃতীয়বার মানুষের সমর্থন নিয়েমুখ্যমন্ত্রী হওয়ার পরেই নিজের দেওয়া কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। জানা গেছে, ঘোষণা মতই “দুয়ারে রেশন” প্রকল্পের অংশ হিসেবে ঝাড়গ্রাম এবং বীরভূম জেলার বেশ কিছু এলাকায় এই প্রকল্প চালু হয়ে গেল। যেখানে পাইলট প্রোজেক্ট হিসেবে এই দুই জেলাকে বেছে নেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ রাজ্যের অন্যান্য জেলাগুলোতে ধীরে ধীরে যে এই প্রকল্প চালু করে দেবে রাজ্য সরকার, তা এই উদ্যোগের মধ্যে দিয়েই কার্যত স্পষ্ট। যার ফলে আশার আলো দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, মঙ্গলবার খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের মোট 23 টি জেলার 28 টি রেশন দোকান চিহ্নিত করা হবে। আর সেখান থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পরই বৃহস্পতিবার বীরভূম এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকায় দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে দেখা গেল রেশন দোকানের কর্মী এবং আধিকারিকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রায় 35 টি পরিবারকে তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই বাড়ির দরজায় রেশন পৌঁছে যাওয়ার কারণে রীতিমত খুশি সাধারণ বাসিন্দারা। ঘরের কাজ সামলে দীর্ঘক্ষন ধরে এতদিন রেশন নিতে হত জনতা জনার্দনকে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল ক্ষমতায় আসলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। সেই মত করেই এবার রাজ্য সরকার তাদের কাজ শুরু করে দিল।

এদিন এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলার খাদ্য নিয়ামক মিঠুন দাস বলেন, “ঝাড়গ্রাম জেলায় প্রথম পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রক্রিয়া চালু হল। পরবর্তীতে আমরা দেখছি, পদ্ধতিগত দিক থেকে এই পরিষেবা আরও উন্নত করা যায় কিনা।” আর দুই জেলায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মত এই দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়ে যাওয়ায় খুব দ্রুত রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও এই প্রকল্প শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আর যদি সত্যি সত্যিই অন্যান্য জেলাগুলোতেও এই প্রকল্প শুরু হয়ে যায়, তাহলে তৃণমূল এবং রাজ্য সরকার যে যথেষ্ট প্রশংসিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে সরকারে আসার সাথে সাথেই নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দেওয়া কথার বাস্তব প্রয়োগ করতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!