এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ বাড়ছে দূরত্ব? এবার কি ইস্তফা দিতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? শুরু তুমুল জল্পনা

ক্রমশ বাড়ছে দূরত্ব? এবার কি ইস্তফা দিতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? শুরু তুমুল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে থেকেই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতানৈক্য সামনে আসতে শুরু করে। বেশ কিছুদিন আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়া সৌমিত্র খাঁ বিভিন্ন জেলার সংগঠন নতুন করে সাজাতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সমস্ত জেলার যুব মোর্চা কমিটি বাতিলের কথা জানিয়ে দেন। যার ফলে সৌমিত্রবাবুর সঙ্গে দিলীপবাবুর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে তার ঘোষণা করা কমিটি যেভাবে দিলীপ ঘোষ বাতিল করে দিলেন, এবার কি তা নিয়ে চরম ক্ষুব্ধ সৌমিত্রবাবু? আর তাই কি এবার বিজেপি যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন তিনি? সূত্রের খবর, শনিবার সকালে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে নিজের ইস্তফা দেওয়ার কথা বলেন তিনি। স্বাভাবিক ভাবেই সৌমিত্রবাবুর এই মন্তব্যকে কেন্দ্র করে এবার বিজেপির অন্দরের ফাটল যেমন প্রকাশ্যে এল, ঠিক তেমনই আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অনেকটাই অস্বস্তিতে পড়তে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার সকালে বিজেপি যুব মোর্চার ওয়েস্টবেঙ্গল অফিশিয়াল নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট করেন সৌমিত্র খাঁ। যেখানে তিনি লেখেন, “শুভ মহাষ্টমী। সকলে ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি চাই, বিজেপিকে সরকার আনতেই হবে। তাই হয়ত আমার অনেক ভুল ছিল, যা দলের প্রতি ক্ষতি হয়েছিল। তাই আমি ইস্তফা দেব। সকলে ভালো থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। মোদিজী জিন্দাবাদ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সৌমিত্র খাঁয়ের এই মন্তব্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে এনে দিল। সম্প্রতি দিলীপ ঘোষ তার ঘোষণা করা কমিটিকে বাতিল বলে ঘোষণা করেছেন। যার পরে সৌমিত্রবাবু কিছুটা হলেও অপমানিত বোধ করেছেন বলে মনে করা হচ্ছে। আর তাই মহাষ্টমীর সকালে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি।

তবে অনেকরই আশঙ্কা, যদি সত্যি সত্যিই সৌমিত্র খাঁ বিজেপি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেন, তাহলে তৃণমূল এটাকে হাতিয়ার করে বিজেপিকে কোণঠাসা করতে পারে। যার ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঐক্যবদ্ধ রূপ অনেকটাই ভেস্তে যাবে। আর তাকে হাতিয়ার করে ময়দানে নেমে বিজেপির ঘর ভাঙ্গতে উদ্যত হবে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এবার সৌমিত্র খাঁ কোন পথ অবলম্বন করেন, সত্যি সত্যিই তিনি ইস্তফা দিলে বিজেপি কতটা অস্বস্তিতে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!