এখন পড়ছেন
হোম > জাতীয় > LIC-র মহাধামাকা! নতুন স্কীমে নেই প্রিমিয়ামের ঝামেলা, একবার বিনিয়োগেই সারাজীবন ধরে মুনাফা!

LIC-র মহাধামাকা! নতুন স্কীমে নেই প্রিমিয়ামের ঝামেলা, একবার বিনিয়োগেই সারাজীবন ধরে মুনাফা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে, শেষ জীবনের সম্পদ মানুষের কাছে সবথেকে মূল্যবান হয়। তাই সারাজীবন ধরে মানুষ শেষ জীবনের সেই সম্পদ আহরণের চেষ্টায় কাটিয়ে দেয়। অসমর্থ শরীরে তাই সেই সঞ্চয়ই কাজে আসে মানুষের। অসুখ থেকে শুরু করে জীবনের নানা খাতে খরচ হয় সেই টাকা।

সম্প্রতি করোনা আবহে এই সমস্ত মানুষরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছিলেন বলে দেখা গেছিল। তাই এমন মানুষদের জন্য নতুন পেনশন স্কিম চালু করতে চলেছে এলাইসি। আর এই স্কিমের মাধ্যমেই মানুষ অর্থকষ্টের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, এলআইসির এই স্কিমের নাম জীবন শান্তি স্কিম। এলআইসির তরফে জানা গেছে এই স্কিমে মাত্র একবার টাকা ইনভেস্ট করলেই সারাজীবন তার সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। যদিও প্রাথমিক ভাবে এই কথা অবিশ্বাস্য মনে হলেও এলআইসি দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্কিম মারফত চাকরি জীবনে অবসরের পরও প্রতিমাসেই গ্রাহক পেনশনের সুবিধা পাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এখন অনেক ক্ষেত্রেই পেনশনের সুবিধে নেই, তাই এই প্ল্যানে অনেকটা সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, একজন পলিসি হোল্ডার চাইলে ৩০ বছর বয়সের পর থেকেই তার প্রাপ্য অনুযায়ী এই পেনশন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যান অনুযায়ী এলআইসি গ্রাহক জীবন শান্তি স্কিমের আরও একটি বড় সুবিধা পাবেন।

এক্ষেত্রে, গ্রাহক তাঁর বাবা-মা বা ভাই-বোনের সঙ্গেও জয়েন্ট স্কিমে এই বিমা খাতায় নিজের নিজের নাম লেখাতে পারবেন বলেও জানা গেছে। সেই সঙ্গে এই বিমার সুযোগ কাজে লাগিয়ে গ্রাহক বড়সড় লোনের সুবিধাও পেতে পারেন বলে জানা গেছে। তবে সেই ক্ষেত্রে পলিসির বয়স কমপক্ষে দু-বছরের বেশি হতে হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।

এক্ষেত্রে, এককালীন দেড় লক্ষ টাকা দিয়ে গ্রাহক খাতা খুলতে পারলেও তার সর্বোচ্চ কোনও সীমা-পরিসীমা নেই বলেও জানা গেছে। ফলত নিজের সুবিধা মতোই গ্রাহকেরা ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন বলেও জানা গেছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটা শর্ত হল, বিনিয়োগ কেবল একবারই হবে। তাই বারে বারে প্রিমিয়াম দেওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বলেও জানা গেছে।

বস্তুত, এটি এমন একটি পেনশন প্রকল্প, যেখানে পলিসি গ্রাহকেরা নানা উপায়ে লাভবান হতে পারেন বলেই এলআইসির তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং প্ল্যান, যাতে একক প্রিমিয়ামের বৈশিষ্ট্যও আছে বলে জানা গেছে। তাই জীবন শান্তি স্কিমে নূন্যতম দেড় লাখ টাকা বিনিয়োগ করেই গ্রাহক অবসরের জীবনের অর্থকষ্ট ভুলে যেতে পারেন বলেই আশা জাগানো হয়েছে সংস্থার তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!