এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্রমিক অসন্তোষে মদন মিত্রের খাসতালুক উৎপাদন বন্ধ হল আরেকটি কারখানায়

শ্রমিক অসন্তোষে মদন মিত্রের খাসতালুক উৎপাদন বন্ধ হল আরেকটি কারখানায়

শ্রমিক অসন্তোষে মদন মিত্রের খাসতালুক উৎপাদন বন্ধ হল আরেকটি কারখানায়। ন্যায্য দাবি পূরণ না করার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার উৎপাদন বন্ধ করে ধর্ণা ও বিক্ষোভে বসলেন আগরতলা জুটমিলের শ্রমিকরা। স্থায়ী অস্থায়ী মিলিয়ে এই জুটমিলের শ্রমিক সংখ্যা প্রায় তিন হাজার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁদের অভিযোগ, শ্রমিকদের পিএফ’র টাকা ও বকেয়া বেতন আত্মস্যাৎ করছে কর্তৃপক্ষ। স্থায়ী শ্রমিকরা কতৃপক্ষের কাছে ঋণ চাইলে তাও বাতিল করে দেওয়া হচ্ছে। এমনকি  ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। শ্রমিকদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার এবং জরুরি ভিত্তিতে ঋণের ব্যবস্থা করিয়ে দেওয়ার দাবি নিয়ে এদিন কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন শ্রমিকরা। অবিলম্বে দাবি না মেটালে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা। এখন কারখানার জুট উৎপাদন আদপেও স্বাভাবিক হয় কিনা সে বিষয় যথেষ্টই সন্দেহ রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!