এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্রে সরকার কে গঠন করবে তা নিয়ে চাপানউতোর মাঝেই শিবসেনার পদক্ষেপে জল্পনা

মহারাষ্ট্রে সরকার কে গঠন করবে তা নিয়ে চাপানউতোর মাঝেই শিবসেনার পদক্ষেপে জল্পনা


গত 21 অক্টোবর মহারাষ্ট্রে হয়ে গেল বিধানসভা নির্বাচন। বিজেপি ও শিবসেনা জোট বেঁধে এই নির্বাচনের লড়াইতে নেমেছিল। যদিও এই বিধানসভা নির্বাচনের আগে এই জোট নিয়ে বহু জল্পনা হয়েছিল রাজনৈতিক মহলে। এমনকি শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছিলেন, আসন বন্টন যদি ঠিকঠাক না হয় তাহলে বিজেপির সাথে শিবসেনা জোট করবে না।

যদিও পরবর্তীকালে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সমস্ত জল্পনায় জল ঢেলে বিজেপির সাথে জোট হবার গ্রিন সিগন্যাল দেন। আর সেই রাস্তাতেই হেঁটে বিজেপি জোট মহারাষ্ট্রে জয় ছিনিয়ে এনেছে। এবার মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী ?

মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। শিবসেনার পক্ষ থেকে দাবি উঠেছে, আদিত্য ঠাকরেকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করা হোক। এই ভিত্তিতে মহারাষ্ট্রের ওয়ারলিতে আদিত্য ঠাকরের ছবি দিয়ে ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ লিখে পোস্টারও দেওয়া হয়েছে। ওয়ারলি থেকেই প্রথমবার আদিত্য ঠাকরে বিধানসভা নির্বাচনে জিতেছেন। যদিও আদিত‍্য ঠাকরে আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন মহারাষ্ট্রের সিএম অর্থাৎ কমন ম্যান।

আদিত্য ঠাকরে সদ্য হয়ে যাওয়া মহারাষ্ট্র নির্বাচনে এনসিপি প্রার্থী সুরেশ মানেকে 61 হাজার 782 ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন। যদিও শিবসেনা কমান্ডার উদ্ধব ঠাকরে জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটের পর বিজেপি শিবসেনা যে ফর্মুলাতে এগিয়েছে, এখনো সেটাই হবে। তাই এই মুহূর্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে কোনো সিদ্ধান্ত শিবসেনার পক্ষ থেকে নেওয়া হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার এর ভোটের ফলাফলে দেখা গেছে, শিবসেনা মহারাষ্ট্রের 56 টি আসন জিতেছে। এর পরেই দলের প্রধান জানান, ‘লোকসভা নির্বাচন যখন লড়েছিলাম, তখন 50-50 ফর্মুলা চূড়ান্ত হয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে দুই দলই 144 টা করে আসনে লড়বে। যদিও আমরা বিজেপিকে 124 টি আসনে লড়ার জন্য ছাড় দিয়েছিলাম। মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি প্রধান অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কথা বলার পরই কোনও সিদ্ধান্তে আসা যাবে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বরাবরই দেবেন্দ্র ফড়নবিশকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হয়েছে। বর্তমানছ মুখ্যমন্ত্রী বিতর্ক প্রসঙ্গে দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ‘বিজেপি ও শিবসেনার মধ্যে আলোচনার পর যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেদিকে যাব। সঠিক সময় আসলে ঠিকই সবকিছু জানা যাবে। আমি শুধু মহারাষ্ট্রবাসীকে এই জয়ের জন্য মন থেকে ধন্যবাদ জানাতে চাই।’

আপাতত বিধানসভা ভোটে জয়ের পর বিজেপি শিবসেনা শিবিরে খুশির আবহ। দেওয়ালির আগেই প্রাক দেওয়ালি মানাচ্ছেন তাঁরা। তবে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের দাবি, দেবেন্দ্র ফড়নবিশ অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তি। অন্যদিকে আদিত্য ঠাকরে শিবসেনার পক্ষ থেকে এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন। সুতরাং অভিজ্ঞতার ঝুলি যে তাঁর ফড়নবিশের থেকে কম সে কথা নিঃসন্দেহে বলা যায়। আপাতত মুখ্যমন্ত্রী সংক্রান্ত বিতর্কে বিজেপি বা শিবসেনা কেউই মাথা ঘামাতে চাইছেন না। তবে আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেদিকে নজর রাখবে দেশের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!