এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ঘোষিত হল মালদা উত্তর কেন্দ্রের ফল – দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল? কতটা মিলল এক্সিট পোলের সঙ্গে?

ঘোষিত হল মালদা উত্তর কেন্দ্রের ফল – দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল? কতটা মিলল এক্সিট পোলের সঙ্গে?


সকাল থেকে চলছে গণনা – অবশেষে ঘোষিত হল মালদা উত্তর কেন্দ্রের ফল। দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল –

১. খগেন মুর্মু – বিজেপি – ৫,০৭,৭৯৮ (৩৭.৫৬%)
২. মৌসম নূর – তৃণমূল – ৪,২৪,৫১৭ (৩১.৪০%)
৩. ঈশা খান চৌধুরী – কংগ্রেস – ৩,০৪,৯৬৪ (২২.৫৬%)
৪. বিশ্বনাথ ঘোষ – বামফ্রন্ট – ৫০,৩১৫ (৩.৭২%)
৫. অন্যান্য – ৪.১৭%
৬. নোটা – ০.৫৯%

বিজেপি প্রার্থী খগেন মুর্মু নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মৌসম নূরকে ৮৩,২৮১ ভোটে পরাজিত করলেন। ভোট শতাংশের পার্থক্য – ৬.১৬%

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি জানিয়েছিল প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল?
খগেন মুর্মু – বিজেপি – ৩৩%
মৌসম নূর – তৃণমূল কংগ্রেস – ২৭%
ঈশা খান চৌধুরী – কংগ্রেস – ২০%
বিশ্বনাথ ঘোষ – বামফ্রন্ট – ১৫%
অন্যান্য – ৪%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৬০,০০০ – ৮০,০০০ ভোটে পরাজিত করতে পারে। জয়-পরাজয়ের ভোট শতাংশের পার্থক্য – ৭.০০%

প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল দেখে নিন নীচের ভিডিওতে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!