এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল-মমতা বা চন্দ্রবাবু নন, ২০১৯-এ প্রধানমন্ত্রী হচ্ছেন জোটের এই নেতা?

রাহুল-মমতা বা চন্দ্রবাবু নন, ২০১৯-এ প্রধানমন্ত্রী হচ্ছেন জোটের এই নেতা?


আগামী বছর লোকসভা নির্বাচনকে  মাথায় রেখে নব উদ্দমে প্রস্তুতি নিচ্ছে উত্তরপ্রদেশের বসপা নেত্রী মায়াবতী। দলের পক্ষ থেকে তাঁকে প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে ঘোষণা করে প্রচারকার্য শুরু করতে চাইছে। প্রসঙ্গত সম্প্রতি উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের উপনির্বাচনে বসপা – সপা জোটের সাফল্য রাজ্যে গেরুয়া শিবির নেতৃত্বকে যথেষ্টই বেগ দিয়েছিলো। সেই সাফল্যকে পুঁজি করেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চাইছেন বসপা নেত্রী মায়াবতী। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বসপা একটিও আসনে জয়লাভ করতে পারেনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গত সপ্তাহে কর্ণাটকে জেডিএস এবং কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বসপা নেত্রী কুমারী মায়াবতী । জানা যাচ্ছে সেখানে তাঁর জেডিসের সাথে একটি আসনে সমঝোতা হয়। মঞ্চে উপস্থিত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সাথে মায়াবতী কুশল বিনিময় ও করেন। জানা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঐ রাজ্য ছাড়া করতে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে বসপা। একইসাথে মায়াবতী রাজস্থান ও ছত্তিশগড়েও বিজেপিকে পরাস্থ করতে এবং দলের সাফল্য আনতে কংগ্রেসের সাথে জোট করতে চাইছেন। গোপণ সূত্রে জানা যাচ্ছে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বও এই জোট বিষয়ে যথেষ্ট আগ্রহী। তবে জোট বিষয়ে এত কিছু জল্পনার মধ্যেও এই দুই দলই এখনই কিছু বলতে নারাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!