এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার ‘অভিষেকবাবুকে’ নোবেল পাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

এবার ‘অভিষেকবাবুকে’ নোবেল পাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!


বাংলার বিজেপি নেতারা এখন প্রায়ই মজা করে সাংবাদিকদের বলে থাকেন – বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত মুখ খুলবেন, ততই নাকি গেরুয়া শিবিরের লাভ! কারণ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর ‘স্লিপ অফ টাং’! মাঝেমাঝেই মুখ্যমন্ত্রী ‘মুখ ফসকে’ এমন সব কথা বলে থাকেন – যা থেকে রাজনৈতিক ফায়দা তোলার পুরোপুরি সুযোগ এসে যায় বিরোধীদের! কেননা, মুখ্যমন্ত্রীর এইসব কথাকে ধরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় এবং অতি দ্রুত তা ভাইরাল হয়ে যায়!

আর এবার নোবেল-জয়ী বাঙালি অর্থনীতিবিদকে নিয়ে বলতে গিয়ে এমনি এক ‘স্লিপ অফ টাঙের’ সাক্ষী রইলেন সাংবাদিকরা। এবার মুখ্যমন্ত্রীর ‘মুখ ফসকানোতে’ একেবারে নোবেল পেয়ে গেলেন ‘অভিষেকবাবু’! নোবেল-জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ‘কল্যানে’ অভিষেকবাবু হয়ে যেতেই – যথারীতি আবারো শোরগোল সোশ্যাল মিডিয়া জুড়ে! আর, ওই নামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা শাসকদলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের মিল থাকায় – এবার শোরগোল যেন একটু বেশিই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতকাল, আলিপুরের ‘সৌজন্য’ ভবনে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পরেই, রাজ্যের অর্থনৈতিক অবস্থা, তৃণমূল আমলে হওয়া রাজ্যের উন্নয়ন ও আগামীদিনে বাংলার উন্নয়নের রূপরেখা নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার গর্ব নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমরা গর্বিত। এর আগে বাংলা থেকে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন, মাদার টেরেসা। এবার অভিষেকবাবু পেলেন!

শুধু তাই নয়, এরপর তিনি নোবেল-জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া প্রসঙ্গেও বলে ওঠেন – এরপর আমি অভিষেকবাবুর মায়ের সঙ্গে দেখা করতে যাব। আর মুখ্যমন্ত্রীর মুখে নোবেল-জয়ী অভিজিৎবাবু হঠাৎ করে এইভাবে ‘অভিষেকবাবু’ হয়ে যেতেই তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়া জুড়ে। পরে অবশ্য অভিজিৎবাবুর মায়ের সঙ্গে দেখা করে, অভিজিৎবাবুকে তো বটেই, অভিজিৎবাবুর মাকেও রাজ্য সরকারের কাজে লাগানোর অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।

https://www.youtube.com/watch?v=MulApAUvtgw

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!