এখন পড়ছেন
হোম > রাজনীতি > মমতাকে চাপে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সাফল্য! টুইট করে কি জানালেন জাগদীপ ধনকর? জেনে নিন

মমতাকে চাপে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সাফল্য! টুইট করে কি জানালেন জাগদীপ ধনকর? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যের সাংবিধানিক পদে বসার সাথে সাথেই তৃণমূল সরকারের সঙ্গে মাঝেমধ্যেই দ্বৈরথ সামনে এসে পড়ছিল রাজ্যপাল জাগদীপ ধনকরের। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই রাজ্যপালের বিবাদ রীতিমত খবরের শিরোনামে আসতে শুরু করে। তবে নির্বাচনের মুহূর্তে হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়ে যায় রাজভবন। যেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিন বুথে ঢুকে ছাপ্পা ভোট করার অভিযোগ তুলে সরাসরি রাজ্যপালকে ফোন করেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে গোটা বিষয়টি রাজ্যপালকে দেখবার জন্য আবেদন জানান তিনি। এমনকি নির্বাচনের মরসুমে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে সরব হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে টুইট করে পরোক্ষে তৃণমূলে অভিযোগ খণ্ডন করে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর সাফল্যের কথা তুলে ধরলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন রাজ্যপাল। যেখানে তিনি লেখেন, “বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় 30 টি আসনে 84 শতাংশের বেশি ভোট এবং নন্দীগ্রামে 88 শতাংশের বেশি ভোট প্রমাণ করে যে, কেন্দ্রীয় বাহিনী অসাধারণ কাজ করেছে। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার। গণতন্ত্র রক্ষার স্বার্থে সবার কাছে আমার আবেদন, অবশ্যই ভোট দিন। হিংসার কোনো জায়গা নেই‌।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী বৃহস্পতিবার নন্দীগ্রামের নির্বাচনের দিন বুথে ঢুকে ছাপ্পা ভোট করানোর অভিযোগ তুলেছিলেন। এমনকি এই ব্যাপারে রাজ্যপালকে ফোন করে নালিশ জানিয়েছিলেন তিনি। তবে তার পর আজ রাজ্যপালের টুইট তৃণমূল নেত্রীর সেই অভিযোগকে সম্পূর্ণরূপে খন্ডন করে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, এর ফলে তৃণমূল বনাম রাজ্যপালের সম্পর্কের দ্বৈরথ আরো বাড়তে শুরু করবে। নির্বাচনের আগে মাঝে মধ্যেই তৃণমূল সরকারের নানা বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যেত রাজ্যের সাংবিধানিক প্রধানকে। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালকে “পদ্মপাল” আক্রমণ করা হত। কিন্তু নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর সেভাবে এই দ্বন্দ্ব সামনে আসতে দেখা যায়নি।

কিন্তু নন্দীগ্রামের নির্বাচন নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বুথে ছাপ্পা ভোট করার অভিযোগ তুলেছেন, ঠিক তখনই তার পরদিন টুইট করে পরোক্ষে তৃণমূল নেত্রীর সেই অভিযোগ খণ্ডন করে দিলেন রাজ্যপাল। যার ফলে তৃণমূলের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের দূরত্ব অনেকাংশে বেড়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!