এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বৈঠকে অনুপস্থিত হেভিওয়েট তৃণমূল বিধায়ক, ছুড়ে দিলেন কটাক্ষ!

মমতার বৈঠকে অনুপস্থিত হেভিওয়েট তৃণমূল বিধায়ক, ছুড়ে দিলেন কটাক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি ইসলামপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। যে ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর তারপরেই তিনি নিজেকে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক বলে আখ্যা দেন। এদিকে শুক্রবার তৃণমূলের দলীয় বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে অনুপস্থিত থাকলেন সেই আব্দুল করিম চৌধুরী।

সূত্রের খবর, এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সকল পদাধিকারী থেকে শুরু করে দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকেই অনুপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। এদিন এই প্রসঙ্গে সেই তৃণমূল বিধায়ক বলেন, “আমি বৈঠকে গিয়ে কি করবো! তৃণমূল নেত্রী আমার সঙ্গে সম্পর্ক রাখে না উনি আমাকে এই ঘটনায় প্রোটেকশন পর্যন্ত দিলেন না। আমি বিদ্রোহী বিধায়ক হিসেবেই থাকব।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূল নেতৃত্বকে চাপের মুখে ফেলে দিলেন আব্দুল করিম চৌধুরী‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!