এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার দিন শেষ? এবার অভিষেকই সব তৃনমূলে ! বুঝিয়ে দিলেন সেই মমতাই !

মমতার দিন শেষ? এবার অভিষেকই সব তৃনমূলে ! বুঝিয়ে দিলেন সেই মমতাই !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন। বিজেপির পরাজয়, তৃণমূলের জয়লাভ। আর তৃণমূলের জয় অনেক কিছু স্পষ্ট করে দিল। খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিল, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ হতে চলেছে। যা করবেন, এবার সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন আড়ালে আবডালে সেই কথা শোনা যেত। কিন্তু এবার একেবারে পর্দার সামনে চলে এলো বিষয়টি। কেন এ কথা বলা হচ্ছে! এ কথা আমরা বলছি না। ধুপগুড়ির ফলাফল প্রকাশ্যে আসতেই একটি প্রশাসনিক সিদ্ধান্ত বুঝিয়ে দিল, দল এবং সরকারে ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথাই হচ্ছে শেষ কথা।

প্রসঙ্গত, এই ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, 31 ডিসেম্বরের আগেই ধুপগুড়ি কে মহকুমা ঘোষণা করা হবে। আর এই দায়িত্ব তিনি নিজে কাধে তুলে নিয়ে যাচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, অভিষেকবাবু তো প্রশাসনের কেউ নয়। তাহলে এই সিদ্ধান্ত ঘোষণা করার তিনি কে? তবে ধুপগুড়ির ফলাফল প্রকাশ্যে আসার পরেই প্রশাসনিক মহল থেকে আসা খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসেই ধুপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করবে রাজ্য সরকার। আর এর ফলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, দলে তো বটেই। সরকারেও কতটা গ্রহণযোগ্য জায়গা করে নিয়েছেন তৃণমূলের যুবরাজ।

বিরোধীরা বলছেন, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন কার্যত শেষ হয়ে এসেছে। তৃণমূলের এখন তিনি শুধুই সুপ্রিমো। তবে নেতা, বিধায়ক থেকে শুরু করে টিকিট দেওয়া, সবকিছুই ঠিক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূলে কেন, সরকারেও যে অভিষেকবাবুর কথাই শেষ কথা, তা তো ধুপগুড়িকে মহকুমা করার প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল। সাথে সাথে আর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, যেটা বিরোধীরা বলে যে, দল এবং সরকার তৃণমূল আমলে এক হয়ে গিয়েছে। তাতে আবার শীলমোহর পড়ে গেল।

পর্যবেক্ষকদের মতে, এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারের কেউ না হয়েও ধুপগুড়িতে প্রচারে গিয়ে শুধুমাত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং প্রশাসনিক দিক থেকে সাংসদ হয়ে ধুপগুড়িকে মহকুমা করার ঘোষণা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা মুখ্যমন্ত্রী ছাড়া হিসেব মতো কেউ পারেন না। আর ফলাফল প্রকাশের পর সেই মুখ্যমন্ত্রী যে প্রশাসন চালান, সেই প্রশাসন সিদ্ধান্তও নিয়ে নিয়েছে যে, ধুপগুড়িকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে্য দেওয়া ডিসেম্বর লিমিটের মধ্যেই মহাকুমা করে দেওয়া হবে। আর এতেই পরিষ্কার, তৃণমূল থেকে শুরু করে প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ হয়তো শুরু হয়ে গেল। আর তা বুঝিয়ে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!