এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ব্যানার্জির ঝটিকা সফর, কোথায় গেলেন নবান্ন থেকে? জেনে নিন

মমতা ব্যানার্জির ঝটিকা সফর, কোথায় গেলেন নবান্ন থেকে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বো ব্যারাক নামটা শুনলেই বড়দিনের কথা মনে আসে। কারণ এই অ্যাংলো-ইন্ডিয়ান পাড়াটি বড়দিনেই সেজে ওঠে। উৎসবের রেশ চলে নতুন বছর পর্যন্ত। কলকাতার মধ্যে বো ব্যারাক একটা আলাদা ঐতিহ্যের কথা বলে। একটা আলাদা সংস্কৃতি সামনে আনে। বড়দিন সম্প্রতি মিটে গিয়েছে। সামনে আসছে নতুন বছর। তারই প্রতুতিতে শহর উঠেছে সেজে।  25 থেকে 1 এই পুরো সপ্তাহ জুড়ে চলে বছর শেষের উৎসব। বো ব্যারাকও এই উৎসব থেকে বাদ নেই।

আর এই উৎসবের রেশ থাকতে থাকতেই বো ব্যারাকে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মধ্যেই সোমবার নবান্ন থেকে টানা বো ব্যারাকে পৌঁছে গেলেন তৃণমূল সুপ্রীমো। এবং সেখানেই তিনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেন। জানলেন বো ব্যারাকের বাসিন্দাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা। বড়দিন এবং নতুন বছরের সূচনার কথা মাথায় রেখে বো ব্যারাক সেজে উঠেছে আলোর মেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বো ব্যারাকের আবাসিকদের সঙ্গে প্রথমে কথা বলেন। এবং পরে পুরো জায়গাটি ঘুরে দেখেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বো ব্যারাকের পাড়ায় মুখ্যমন্ত্রী আসছেন, এই খবর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রীকে তারা নিজেদের সাধ্য অনুযায়ী স্বাগত জানান। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে নবান্ন থেকে সোজা বো ব্যারাকে পৌঁছে গেলেন, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এর পেছনে রাজনৈতিক কারণ নাকি শুধুমাত্র বো ব্যারাক ঘোরার অভিপ্রায় নিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তা জানা যাবে সময়ের সাথে সাথেই বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!