এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হাওড়া পুরসভার ভোট কবে? হাওড়া-বালি বিল নিয়ে কি মনোভাব রাজ্যপালের?

হাওড়া পুরসভার ভোট কবে? হাওড়া-বালি বিল নিয়ে কি মনোভাব রাজ্যপালের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার নির্বাচন পর্ব শেষ হয়ে গিয়েছে। হয়ে গেছে মেয়র পদের শপথ গ্রহণ। দায়িত্ব নিয়ে নিয়েছেন ফিরহাদ হাকিম। কিন্তু কলকাতা পুরসভার নির্বাচন পর্ব সম্পন্ন হলেও পাশের হাওড়া পুরসভার নির্বাচন কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া-বালি পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আইনগত জটিলতার কারণে ভোট পর্ব করা যায়নি। তবে হাওড়া পুরসভার ভোট না করার পেছনে নবান্নের পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

কারণ হাওড়া পুরসভাতে আলাদাভাবে ভোট করানোর ব্যাপারে বিলে রাজ্যপালের স্বাক্ষর ছিলনা। তাই রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারেনি। কিন্তু মঙ্গলবার আশার কথা শোনা যাচ্ছে নবান্নের তরফ থেকে। বলা হচ্ছে, হাওড়া বিলে এবার রাজ্যপাল জগদীপ ধনকর হয়তো সই করতে পারেন। ঠিক এমনটাই জানতে পেরেছে নবান্ন। এই মুহূর্তে রাজ্যপাল দার্জিলিঙে। সেখান থেকেই রাজ্যপাল হাওড়া বিলে সই করে দিতে পারেন বলে অনুমান নবান্নের। আর তাহলে হাওড়া পুরসভার ভোট করাতে আর কোনো রকম অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সমস্যার সূত্রপাত হয়েছিল নভেম্বর মাসে। সেসময় শীতকালীন অধিবেশনে বিধানসভায় হাওড়া বালি পুরসভার বিভাজন প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায়। কিন্তু পরে যখন হাওড়া পুরসভা করে সংশোধনী বিল পাস করে সেটাতে রাজ্যপালের স্বাক্ষরের জন্য রাজভবনে পাঠানো হয়। কিন্তু তখন রাজ্যপাল বিলে সই করেন না এবং অভিযোগ করেন, তিনি বারবার জানতে চাওয়া সত্ত্বেও তাঁকে এই বিল সংক্রান্ত কোনো রকম তথ্য সবিস্তারে জানানো হয়নি।

তাই তিনি স্বাক্ষর করতে পারছেন না। এমনকি উত্তরবঙ্গ থেকেও রাজ্যপাল জগদীপ ধনকর হাওড়া বিল নিয়ে রাজ্য সরকারকে একের পর এক কটাক্ষ করেছেন। তবে কোন সূত্র থেকে রাজ্য সরকার হাওড়া বিল নিয়ে রাজ্যপালের সদর্থক মনোভাবের খবর পেয়েছে, তা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না। আপাতত হাওড়া পুরসভার ভোট পর্ব কবে মেটে, এখন সেদিকেই থাকছে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!