এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাহাড়ের পর এবার জঙ্গলমহল, বিজেপির হাত থেকে এবার গড় পুনরুদ্ধারে নিজেই মাঠে নামছেন মমতা

পাহাড়ের পর এবার জঙ্গলমহল, বিজেপির হাত থেকে এবার গড় পুনরুদ্ধারে নিজেই মাঠে নামছেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করুণা সংক্রমণ কালে সম্প্রতি প্রথম উত্তরবঙ্গ সফর করলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ৬ ই থেকে ৭ ই অক্টোবর জঙ্গলমহল সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আগামী ৬ ই অক্টোবর বিকেল চারটায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগামী ৭ ই অক্টোবর দুপুর ২ টোয় ঝাড়গ্রামে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক।

করোনা সংক্রমণকালে এটিই মুখ্যমন্ত্রীর প্রথম জঙ্গলমহল সফর হতে চলেছে। করোনা সংক্রমনের কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হতে চলেছেন কয়েকজন মাত্র প্রশাসনিক কর্তা। জেলার আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে বৈঠক করবেন বলে জানা গেছে।

অন্যদিকে সম্প্রতি উত্তরপ্রদেশের হাতরাসে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। উত্তরপ্রদেশের যোগী সরকারকে সমস্ত বিরোধীদল অভিযুক্ত করে, এ ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে যোগী সরকারের প্রতি। গতকাল শুক্রবার তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল উত্তরপ্রদেশের হাতরাসে নির্যাতিতার বাড়ি গিয়ে তার আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু নির্যাতিতার গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ১৪৪ ধারা ভেঙে সেখানে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় তাদের। গতকাল শুক্রবার নির্যাতিতা তরুণীর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরেই উত্তরপ্রদেশ পুলিস আটকে দেয় তৃণমূলের প্রতিনিধিদলকে।

তৃণমূলের এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, মমতা বালা ঠাকুর, প্রতিমা মন্ডল প্রমুখেরা।একাধিক বার আবেদন করা হলেও, পুলিশ তাদের গ্রামে ঢুকতে দেয়নি। জোর করে ঢোকার চেষ্টা করলে প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূল দলের তরফ থেকে প্রকাসিত বিবৃতিতে উত্তরপ্রদেশের পুলিসের এই দুর্ব্যবহারের বিরুদ্ধে তীব্র অভিযোগ জানানো হয়েছে।

এবার উত্তরপ্রদেশের এই গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেল ৪ টায় কলকাতার পথে পায়ে হেটে প্রতিবাদ জানাবেন মুখ্যমন্ত্রী। বহুদিন পর কলকাতার রাজপথে প্রতিবাদে মিছিল পুনরায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ শনিবার বিকেল চারটায় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত পদযাত্রায় শামিল হতে চলেছেন মুখ্যমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!