এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মেদিনীপুরের সভায় অনুপস্থিত অনেক বিধায়ক, শুরু খোঁজখবর

মমতার মেদিনীপুরের সভায় অনুপস্থিত অনেক বিধায়ক, শুরু খোঁজখবর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মেদিনীপুরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভা। যে জনসভায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সমস্ত তৃণমূল বিধায়কদের দলের পক্ষ থেকে উপস্থিত থাকবার নির্দেশ দেয়া হয়েছিল। তবে সমস্ত তৃণমূল বিধায়ক এই সভায় উপস্থিত ছিলেন না। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম মিলিয়ে তৃণমূলের মোট ৩২ জন বিধায়কের মধ্যে গতকাল উপস্থিত হয়েছিলেন ২৩ জন বিধায়ক। এবার সভায় অনুপস্থিত বিধায়কদের অনুপস্থিতির কারণ খুঁজতে তীক্ষ্ণ বিশ্লেষণ শুরু হলো তৃণমূল দলে।

প্রসঙ্গত, গতকালের মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা মেদিনীপুরের উল্লেখযোগ্য বিধায়কের মধ্যে ছিলেন অখিল গিরি, রঞ্জিত মণ্ডল, মমতা ভুঁইয়া, শিউলি সাহা, ফিরোজা বিবি, প্রদীপ সরকার প্রমূখরা। তাঁরা ছাড়াও গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া, বিধায়ক শিউলি সাহা, দুলাল মুর্মু, তৃণমূল নেতা ছত্রধর মাহাতো, জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রীদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন, সৌমেন মহাপাত্র সহ অন্যান্যরা। আবার, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গতকাল মুখ্যমন্ত্রীর জনসভায় আট লক্ষেরও বেশি মানুষ জমায়েত করেছিলেন।

তবে, বৈঠকে প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন উপস্থিত ছিলেন না। তেমনি অধিকারী পরিবারের কোনো সদস্যই গতকাল বৈঠকে উপস্থিত হননি। শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে অনেকেরই সংশয় ছিল। আবার পায়ে অস্ত্রোপচার হওয়ার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেন নি শিশির অধিকারী। দিল্লিতে থাকার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। বৈঠকে তিনি উপস্থিত হতে পারবেন না বলে, আগেই নেতৃত্বকে জানিয়েছিলেন তিনি। গতকালের বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন না তাঁদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ বা সদ্যমৃত বলে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

তবে, তৃণমূলের চুলচেরা বিশ্লেষণে বেরিয়ে এসেছে যে, গতকাল অন্তত ৩,৪ জন বিধায়ক মুখ্যমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন। যারা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে তাঁদের নাম এখনো পরিষ্কার করে জানায়নি তৃণমূল। আবার, তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শুভেন্দু অধিকারী সহ অধিকারী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রীর জনসভা যথেষ্ট সফল হয়েছে।

গতকাল, বিপুল মানুষের জমায়েত যেমন হয়েছিল, তেমনি বৈঠকে উপস্থিত ছিলেন বহু নেতা-নেত্রী। বৈঠকে উপস্থিত যারা থাকতে পারেন নি, তাদের মধ্যে অনেকেই তাঁদের অনুপস্থিতির কারণ পূর্বেই দলকে জানিয়েছিলেন। এছাড়া গতকালের বৈঠকে শুভেন্দু অধিকারীর বিরোধী নেতাদের মধ্যে যেমন অনেকে উপস্থিত ছিলেন। তেমনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বেশকিছু বিধায়কও উপস্থিত ছিলেন গতকাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!