এখন পড়ছেন
হোম > রাজ্য > মর্মান্তিক! বন্ধের মুখে আরেকটি সুতোকল! কাজ হারিয়ে পরিবার সহ আত্মহত্যার পরিস্থিতি শ্রমিকদের

মর্মান্তিক! বন্ধের মুখে আরেকটি সুতোকল! কাজ হারিয়ে পরিবার সহ আত্মহত্যার পরিস্থিতি শ্রমিকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বাংলায় কাজ হারালো একদল শ্রমিক। করোনা পরিস্থিতিতে এমনিতেই সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। অনেক মানুষ কাজ হারিয়েছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পরিস্থিতি যখন সামাল দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেসময় শ্রীরামপুরের একদল সুতোকল শ্রমিকদের জন্য চরম দুঃসংবাদ বয়ে নিয়ে আসলো। শ্রীরামপুরের সুতোকল ‘মাদুরা কোটস প্রাইভেট লিমিটেড’ ঘোষণা করেছে উৎপাদন বন্ধ থাকার জন্য কর্তৃপক্ষ কর্মচারীদের সঙ্গে আর চুক্তি নবীকরণ করবে না।

এই ঘটনায় বাজ পড়েছে কর্মচারীদের মাথায়। লকডাউনের সময় থেকেই বন্ধ এই সুতোকলটি। ঠিকাদার সংস্থার সঙ্গে গত 31 আগস্ট চুক্তি শেষ হয়েছে কতৃপক্ষের। মঙ্গলবার চুক্তি নবীকরণ যে আর হবেনা তা একটি চিঠির মাধ্যমে লিখিতভাবে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সংস্থাকে জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে ঠিকাদার শ্রমিকদের অভিযোগ, সুতোকল কতৃপক্ষ তাঁদের সমস্ত দায়ভার ঝেড়ে ফেলে দিতে চাইছে। অন্যদিকে পুজোর মুখের কাজ হরিয়ে খুব স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন কর্মচারীরা।

অন্যদিকে জানা গেছে, উৎপাদন না হলেও এই সুতোকলের কর্তৃপক্ষ এপ্রিল মাসে কর্মচারীদের পুরো মজুরি দেয়। মে, জুন মাসের 22 দিনের এবং জুলাই মাসে 15 দিনের মজুরি দেওয়া হয় শ্রমিকদের। কিন্তু গত 22 সেপ্টেম্বর সুতোকল কর্তৃপক্ষ ঠিকাদারকে জানিয়ে দেয়, অগষ্ট মাস থেকে মজুরি আর দেওয়া যাবে না এবং চুক্তিও আর নবীকরণ করা হবে না। এর পরেই উদ্বিগ্ন ঠিকা শ্রমিকরা সুতো কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। কিন্তু মালিকপক্ষের অভিযোগ, এই অবস্থান বিক্ষোভের কারণে কর্তৃপক্ষের লোকজন বিপাকে পড়েন। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মঙ্গলবার ঠিকাদার সংস্থাকে যে চিঠি দিয়েছে সুতোকল কর্তৃপক্ষ, সেখানে বলা হয়েছে অতিমারীর কারণে উৎপাদন বন্ধ। তাই শ্রমিকদের বোনাস সহ অন্যান্য পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের অবস্থান-বিক্ষোভ যে বেআইনি এবং হিংসাত্মক তা জানিয়ে সুতোকল কর্তৃপক্ষ তাঁসের সমস্ত অভিযোগ শ্রমদপ্তরে জানানোর কথা বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। সাত শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে একটি চিঠি লিখে তার প্রতিলিপি শ্রীরামপুর থানার আইসি এবং ডেপুটি কমিশনারের কাছে পাঠানো হয়েছে সুতোকল কর্তৃপক্ষের তরফ থেকে।

অবশ্য শ্রমিকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকদের জন্য বিভিন্ন আর্থিক প্যাকেজ এবং কিছু শ্রমিককে অন্য কাজের সুযোগ দেওয়া হলেও তাঁরা এই সুযোগ গ্রহণ করেননি। আপাতত সমস্যার সমাধানের দাবিতে শ্রমদপ্তরে গণ দরখাস্ত দিয়েছে ঠিকা শ্রমিকরা। তৃণমূলের তরফ থেকে এই সুতোকলটি অবিলম্বে খোলার দাবি জানানো হয়েছে। বাম-কংগ্রেসও একই দাবিতে অবস্থান করে। অন্যদিকে ঠিকা শ্রমিকদের বক্তব্য, সুতোকল কর্তৃপক্ষ যে আর্থিক প্যাকেজের কথা বলেছে শ্রমিকদের, তা যথেষ্ট নয়।

অন্যদিকে সুতোকল কর্তৃপক্ষের তরফ থেকেও কোনো প্রশ্নের জবাব মেলেনি। তাঁদের সাথে সংবাদমাধ্যম যোগাযোগ করলেও সদুত্তর মেলেনি। পুজোর মুখে যেভাবে একদল শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন, তাতে খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়ে গেল শ্রমিকদের। করোনা পরিস্থিতিতে কাজ হারানোয় পথে বসতে চলেছে একদল শ্রমিক। কারণ বর্তমানে কোন জায়গাতেই সেভাবে কাজের সুযোগ পাওয়া যাচ্ছেনা। আপাতত একদল শ্রমিকের কিভাবে দিন গুজরান হবে তা নিয়ে কোন রাজনৈতিক শিবিরও সেভাবে কথা বলেনি। এই অবস্থায় শ্রমিকরা তাদের পরিবার নিয়ে আতান্তরে পড়লেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!