এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > মেঘ-বৃষ্টির সংমিশ্রণ, উত্তর থেকে দক্ষিণ কেমন থাকবে আবহাওয়া! জেনে নিন!

মেঘ-বৃষ্টির সংমিশ্রণ, উত্তর থেকে দক্ষিণ কেমন থাকবে আবহাওয়া! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি দক্ষিণবঙ্গে একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে বিভিন্ন জেলায় ভয়াবহ দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কলকাতা থেকে শুরু করে হাওড়া, মেদিনীপুর থেকে শুরু করে 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে শুরু করে। যার জেরে চিন্তার ভাঁজ পড়ে জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসনের অন্দরমহলে। আর এই পরিস্থিতিতে চিন্তাভাবনা শুরু হয়েছিল সাধারণ মানুষদের মধ্যে।

বর্তমানে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া, তা জানিয়ে দিলো আবহাওয়া দপ্তর। যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রোদ-বৃষ্টির সংমিশ্রণ দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রৌদ্র এবং বৃষ্টি দেখা দেবে। অর্থাৎ মানুষ কাজে বের হলে বাইরে যদি ছাতা নিয়ে না বের হন, তাহলে অত্যন্ত ভুল করবেন। তবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে সকাল থেকে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।

অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গে যখন মেঘ এবং বৃষ্টির সংমিশ্রণ দেখা যাবে, তখন উত্তরবঙ্গের অনেক জেলা বৃষ্টিতে ভিজবে।একাংশ বলছেন, একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের অনেক জেলায় সম্প্রতি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তারপরেই চিন্তার ভাঁজ শুরু হয়েছিল উত্তরবঙ্গে। সেখানেও বৃষ্টিপাত হওয়ার কারণে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে পারে বলে আশঙ্কার আবহ তৈরি হয়। আর এই পরিস্থিতিতে এবার বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!