এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়নপত্র জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজীব, ‘পরাজয় নিশ্চিত’ পাল্টা কটাক্ষ তৃণমূলের!

মনোনয়নপত্র জমা দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজীব, ‘পরাজয় নিশ্চিত’ পাল্টা কটাক্ষ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের বেশ কিছুদিন আগে দলবদল করেছেন তিনি‌। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থাকলেও, সেই মন্ত্রী এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তাকে ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এবার ডোমজুড়ে জয়লাভ করতে পারবেন কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা‌। যদিও জয়ের ব্যাপারে কার্যত আত্মবিশ্বাসী প্রাক্তন এই তৃনমূল নেতা। নিজের মনোনয়নপত্র দাখিল করার পর মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়ে কার্যত আপ্লুত রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজেদের ব্যাপারে তিনি কার্যত আত্মবিশ্বাসী বলে জানিয়ে দিলেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত বলে জানিয়ে দেওয়া হল।

জানা যায়, প্রার্থী তালিকা ঘোষণার পর এদিন বিকেলে বালির সাপুইপারা থেকে লিলুয়ার চকপাড়া পর্যন্ত একটি পদযাত্রা করেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে বেশ কিছু মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। আর তারপরেই মানুষের এই ভালোবাসা পেয়ে তিনি যে কার্যত আপ্লুত, তা জানিয়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী। এবার আমি নিশ্চিতভাবে জিতব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজীব বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যাপারে যতই আত্মবিশ্বাস হন না কেন, তাকে মানুষ এবার পরাজিত করবে বলে পাল্টা কটাক্ষ করেছেন ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যান ঘোষ। এদিন তিনি বলেন, “ডোমজুড়ের মানুষ ভালবাসলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতেন না। আগেরবার রিগিং করে ভোট পেয়েছিলেন। এবার আর তা হবে না।” অর্থাৎ তৃনমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে মানুষ এবার কোনোভাবেই সমর্থন করবেন না, তা বুঝিয়ে দিলেন তৃণমূল প্রার্থী কল্যান ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর তাকে বারবার নিজের বিধানসভা কেন্দ্রে কখনও কালো পাতাকা আবার কখনও বা বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি প্রার্থী হিসেবে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যতই আত্মবিশ্বাসী হন, তাকে এবার মানুষ পরাজিত করবে বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কে জয়লাভ করে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!