এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত বক্তব্য তৃণমূলের তারকা প্রার্থীর, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল!

মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত বক্তব্য তৃণমূলের তারকা প্রার্থীর, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের সময় এমনিতেই বিরোধীপক্ষকে আক্রমণ করতে গিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে বসেন নেতা-নেত্রীরা। আর এবার বারাসাতের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর গলায় মহিলাদের নিয়ে শোনা গেল বিতর্কিত মন্তব্য। যেখানে মহিলাদের পোশাক নিয়ে সচেতন থাকতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্য নিয়ে ব্যাপক চর্চা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলছেন চিরঞ্জিত চক্রবর্তীর দলের নেত্রী একজন মহিলা। কিন্তু তা সত্ত্বেও যখন মহিলাদের স্বাধীনতা দেওয়ার কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার দলের এই প্রার্থীর এই রকম মন্তব্য যে শাসকদলের অস্বস্তি যথেষ্ট বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “মহিলাদের পোশাক নিয়ে সচেতন থাকতে হবে। কোথায় যাচ্ছেন, সেই মেনে পোশাক পড়তে হবে। শ্রাদ্ধ, বাড়ির পোশাক আর ট্রেনে ওঠার পোশাক, কোথায় কী পড়বেন পরিস্থিতি দেখে ঠিক করতে হবে।” স্বাভাবিকভাবেই কেন তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা এই ধরনের মন্তব্য করছেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, বর্তমান সমাজে যখন মহিলারা নানা সাহসিকতা নিয়ে বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছেন, তখন চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্য সত্যিই দুর্ভাগ্যজনক। যদি একজন জনপ্রতিনিধি এই ধরনের মন্তব্য করেন, তাহলে মহিলাদের সমাজের নেতৃত্ব দেওয়ার প্রবণতা এবং সাহসী কাজে অংশ গ্রহণের প্রবণতা যে আরও কমে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

কবি বলেছিলেন, “এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” কিন্তু এই সরল সত্যটা কেন বুঝতে পারলেন না তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী? কেন তিনি মহিলাদের পোশাক নিয়ে এই ধরনের মন্তব্য করলেন! তার মত বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে কি এই মন্তব্য শোভা পায়! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ। নির্বাচনের মুখে তৃণমূল প্রার্থীর গলায় এই ধরনের মন্তব্য যে যথেষ্ট বিতর্ক তৈরি করবে এবং বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকেরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!