এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কয়লা মন্ত্রক অতীত, মুকুল রায়ের ‘যোগ্যতাকে’ সম্মান দিতে আরও বড় জোড়া উপহারের ডালি অমিত শাহের

কয়লা মন্ত্রক অতীত, মুকুল রায়ের ‘যোগ্যতাকে’ সম্মান দিতে আরও বড় জোড়া উপহারের ডালি অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – বিগত বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। একদা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অনেক মান-অভিমান নিয়ে দল ছেড়ে নাম লেখান গেরুয়া শিবিরে। কিন্তু, সেখানে একের পর এক নির্বাচনী সাফল্য দেওয়ার পরেও না পেয়েছেন পদ, না পেয়েছেন মন্ত্রীত্ব। ফলে, তাঁর অনুগামীদের মধ্যে ক্রমশ বাড়ছিল ক্ষোভ। আর গতকাল তো বিভিন্ন সংবাদমাধ্যমে রটে যায় – মুকুলবাবু নাকি এতটাই ক্ষুব্ধ যে এবার বিজেপি ছেড়ে পুরোনো দলে ফিরে যেতে চান।

যদিও, তার আগে জল্পনা চলছিল – এবার মুকুলবাবুকে কেন্দ্র সরকারের কয়লা মন্ত্রকের পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হবে। আর এই জন্যই তাঁকে দিল্লিতে ডেকে পাঠান অমিত শাহ-জেপি নাড্ডারা। সেই বৈঠকেই তাঁর মন্ত্রীত্ব চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু, গতকাল বিভিন্ন সূত্র থেকে খবর ভেসে উঠতে থাকে – দিল্লির সেই বৈঠক নাকি ব্যর্থ। ফলে চূড়ান্ত রকমের হতাশ হয়ে পড়েন তাঁর অনুগামীরা। কিন্তু, ঘটনার নাটকীয় মোড় নিতে শুরু করে গতকাল বিকেলের পর থেকেই। দিল্লি বিজেপি সূত্রে জানা যায়, মুকুলবাবুর দল ছাড়ার জল্পনা সম্পূর্ণ গুজব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুলবাবু দিল্লি যাওয়ার পর, এটা নিশ্চিত তিনি কয়লা মন্ত্রক পাচ্ছেন না। কেননা, বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ মুকুল রায়ের যোগ্যতাকে আরও বড় সম্মান দিতে চান। আর তাই, মুকুল রায়ের জন্য তিনি দিতে চলেছেন একেবারে জোড়া উপহার। প্রথমত, তাঁকে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি পদে নিয়ে আসা হতে চলেছে। তার থেকেও বড়, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নিজের ডেপুটি করতে চলেছেন অমিত শাহ। অর্থাৎ, মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন।

যদিও মুকুলবাবু বলেছেন, দিল্লি গিয়ে নাকি এসব কিছুই আলোচনা হয় নি। করোনা আবহে এই সব নয়, বরং বাংলায় আগামীদিনে বিজেপির রাজনীতি কোন পথে চলবে সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে। কিন্তু, আমাদের দিল্লি বিজেপির সূত্র জানাচ্ছে, বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে তো আলোচনা হয়েইছে, কিন্তু একই সঙ্গে অমিত শাহ নিশ্চিত করে দিয়েছেন, মুকুল রায়কে ছাড়া সেই নির্বাচন হবে না। আর তাই, একেবারে নিজের ডানহাত করে মুকুলবাবুকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নিয়ে আসতে চলেছেন তিনি। সবমিলিয়ে, জোড়া সুখবরে খুশির হাওয়া মুকুল রায়ের অনুগামীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!