এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রী ঘনিষ্ঠ গ্রেপ্তার হতেই অস্বস্তিতে যুবরাজ, দুর্নীতির টাকায় ভাগ বসাতেন ভাইপো? ফাঁস করলেন শুভেন্দু!

মন্ত্রী ঘনিষ্ঠ গ্রেপ্তার হতেই অস্বস্তিতে যুবরাজ, দুর্নীতির টাকায় ভাগ বসাতেন ভাইপো? ফাঁস করলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যজুড়ে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাদের সকলের একটাই প্রশ্ন, কবে গ্রেফতার হবেন বাংলার যুবরাজ? যিনি এত বড় বড় কথা বলছেন, যাকে বারবার ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তবুও তিনি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। কেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তবে যত দিন যাচ্ছে, ততই সেই বিপদ এগিয়ে আসছে আঞ্চলিক দলের সর্বভারতীয় ভাইপোর। অন্তত তেমনটাই বলছেন বিরোধী দলের নেতারা। এদিন ইডি যে পদক্ষেপ নিয়েছে, তারপর সেই যুবরাজের চাপ আরও বেড়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তথ্য এদিন ফাঁস করে দিয়েছেন, তাতে জবাব দেওয়ার মত আর কিছু নেই বাংলার যুবরাজের। তিনি এবার কি বলবেন! আবার কোন সততার দৃষ্টান্ত তিনি সামনে আনবেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ চালকলের মালিক বাকিবুর রহমান। একাংশ মনে করছেন, এই বাকিবুর রহমানকে জেরা করে আরও বেশ কিছু তথ্য পেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর তাতে অনেক রাঘববোয়ালের ঘুম উড়ে যেতে পারে। আর সেই প্রসঙ্গ টেনেই এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “চালকলের মালিক বাকিবুর রহমানকে তুলে নিয়ে গিয়েছে। যার টাকা রাজ্যের খাদ্যমন্ত্রীর কাছে যেত, পরে তার মাধ্যমে পৌঁছত ভাইপোর কাছে।” একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যে কথা এদিন বলেছেন, তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভালো করে জেরা করা উচিত এই বাকিবুর রহমানকে। কারণ তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য তারা পেতে পারে। আর সেই তথ্যের ভিত্তিতে আগামী দিনে শুভেন্দুবাবুর বক্তব্য যদি সঠিক হয়, তাহলে বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারে তৃণমূল শিবিরের জন্য।

অনেকে এটাও বলছেন, তৃণমূলের যারা নেতা রয়েছেন, যারা একটু ক্ষমতার কাছাকাছি রয়েছেন, তাদের সকলের সঙ্গে কন্ট্রাক্টার, চালকলের মালিক, রাইস মিলের মালিক, এদের একটা ভালো যোগাযোগ। প্রতিমাসে তাদের কাছে একটা মোটা টাকা পৌঁছে দেয় এই সমস্ত বড় ব্যবসায়ীরা। ফলে শুভেন্দু বাবুর বক্তব্য একেবারেই উড়িয়ে দেওয়ার মত নয় বলেই দাবি সমালোচকদের।বিজেপির দাবি, গরু, কয়লা, বালি সবকিছুতেই জড়িত বাংলার যুবরাজ। তার গ্রেপ্তারির সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। ইডি চালকলের মালিককে গ্রেফতার করার পর শুভেন্দুবাবু যে কথা বললেন, তাতে তো ভাইপোর রাতের ঘুম উড়ে গেল। এবার হয়ত আবার এক গাল গল্প দিয়ে তিনি অনেক বড় বড় সততার কথা বলবেন। কিন্তু তার এই ঢপের চপ আর মানুষ বিশ্বাস করছে না। দুর্নীতির বিরুদ্ধে সুবিচার চাইতে মানুষের ভরসা বাড়ছে বিজেপির ওপর। তাই আগামী দিনে এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের ঘাড় ধরে জেলে ঢোকাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তা না হলে সাধারণ মানুষের আওয়াজ আরও তীব্রতর হবে বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলকে একটা জিনিস মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে, তারা যে কুকীর্তি করেছেন, এবার তাদের নেতারা তার সাজা পেতে শুরু করেছেন। আগামী দিনে আরও অনেকেই জেলে ঢুকবেন, আর এটা শুধু সময়ের অপেক্ষা বলেই দাবি করছে বিরোধীরা। তবে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে ঘর করেছেন। তাই তিনি জানেন, কোন নেতা কোথায় কি করে রেখেছেন! ফলে তিনি যে কথা বলেন, তা তথ্য নিয়েই বলেন। তাই তাকে চ্যালেঞ্জ করার মত মুরোদ তৃণমূলের কোনো নেতার নেই। ফলে চালকল মালিক ইডির হাতে গ্রেপ্তার হতেই শুভেন্দুবাবু ভাইপোকে নিয়ে যে ভয়ংকর তথ্য দিলেন, তাতে হৃদ কম্পন শুরু হয়ে গেল ঘাসফুল শিবিরের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!