এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভোট মিটতেই ক্রমশ মেজাজ “তিরিক্ষি” হচ্ছে মুনমুন সেনের, বাড়ছে জল্পনা

ভোট মিটতেই ক্রমশ মেজাজ “তিরিক্ষি” হচ্ছে মুনমুন সেনের, বাড়ছে জল্পনা


চতুর্থ দফায় আসানসোল লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই নির্বাচনের দিন ব্যাপক পরিমাণে শাসক বনাম বিরোধের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল আসানসোল। কখনও তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এখানকার বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙ্গার অভিযোগ, তো কখনও বা বুথ দখলের অভিযোগ – কিন্তু ভোটের দিন সকাল থেকে আসানসোলে সংঘর্ষ শুরু হলেও এই ব্যাপারটি নিয়ে এখানকার তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেনকে প্রশ্ন করা হলে আশ্চর্যজনকভাবে তিনি জানিয়েছিলেন, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।

এমনকি যার কারণ হিসেবে তার বেড টি পেতে দেরি হয়েছিল। তাই তিনি ঘুম থেকে দেরি করে উঠেছেন বলেও জানিয়েছিলেন মুনমুন দেবী।পরে এই সংঘর্ষ এবং হিংসার খবর নিয়ে তিনি বলেন, “একটু একটু হিংসা সব জায়গাতেই হয়। আমিতো সিনিয়রদের সঙ্গে এখনও বসেনি। ওদের সঙ্গে বসলেই জানতে পারব কখন আর কোথায় হিংসা হচ্ছে! আগের থেকে তো এখন অনেক কম হিংসা হয়।” আর মুনমুন সেনের এহেন কথা শুনেই বিভিন্ন মহলে তীব্র জল্পনা সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা ভোট মিটতেই তৃণমূল প্রার্থী কেন এই মন্তব্য করলেন তা নিয়ে শুরু হয় বিতর্ক। এমনকি সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনায় বসে একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তৃনমূল সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আই উইল স্যু ইউ, আই উইল স্যু ইউ, আই উইল স্যু ইউ। খুব বড় বড় সাংবাদিকরা আমার কাছে আছে। কিন্তু কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেন না। কেউ যদি বিজেপির লোক হয়, তাহলে তিনি বিজেপির কাছে যান। আমার কাছে এসে কোনো লাভ নেই।”

এমনকি সেই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দেন তিনি। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভোট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ভোটে হেরে যাওয়ার আশঙ্কা করেই মুনমুন দেবী তার ব্যবহারের পরিবর্তন করতে শুরু করেছেন! আর তাই কি সকলের সাথেই তিনি রুক্ষ মেজাজের কথা বলছেন! জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!