এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচন এখুনি চান না শুভেন্দু, তুলে ধরলেন মোক্ষম কারণ

উপনির্বাচন এখুনি চান না শুভেন্দু, তুলে ধরলেন মোক্ষম কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই কথা হতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু উপ নির্বাচন নিয়ে এবার তীব্র আপত্তি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত তিনি রাজ্যের করোনা পরিস্থিতির কথাই তুলে ধরেছেন উপ নির্বাচনের বিরোধিতা প্রসঙ্গে। তাঁর মতে, রাজ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আর সে কারণেই তিনি গতকাল রাজ্য সরকারের জারি করা নতুন করোনা নির্দেশিকাকে তুলে ধরেছেন। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বারংবার দাবি করেছেন, রাজ্যের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তাই লকডাউন মানতে হচ্ছে।

আগামী 15 ই আগস্ট পর্যন্ত আংশিক লকডাউন চলবে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ইঙ্গিত রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি এখনো বহাল তবিয়তে রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে রাত 9 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতার দাবী, রাজ্য সরকার যখন রাজনৈতিক মিটিং-মিছিল করতে বারণ করছে, তাহলে উপ-নির্বাচন কি করে হবে? কারণ নির্বাচনের অঙ্গই হল মিটিং-মিছিল, প্রচার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে তা যদি না করা যায়, তাহলে মেনে নিতে হবে রাজ্যে উপ নির্বাচনের পরিবেশ নেই।এদিন বিরোধী দলনেতা দাবি করেছেন, 18 ঊর্ধ্বদের অন্তত ভ্যাক্সিনেশনের সিঙ্গেল ডোজ সম্পূর্ণ করা হোক, তারপরেই উপনির্বাচনের কথা ভাবা হোক। অন্যদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নন এমএলএ। তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে গেলে উপ নির্বাচনে জিতে আসতে হবে ছয় মাসের মধ্যে। না হলে তাঁকে সরে যেতে হবে। আর এই নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, তৃণমূলের উচিত একজন নন এমএলএ মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে এমএলএ দের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া। কার্যত, নন্দীগ্রামে শুভেন্দু আধিকারীই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের লক্ষ্য এখন যেনতেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। সেক্ষেত্রে উপ নির্বাচন না হলে গেরুয়া শিবিরের আশা পূর্ণ হবে। তবে এক্ষেত্রে তৃণমূল ইতিমধ্যেই দাবি জানিয়ে রেখেছে, উপনির্বাচন করার এবং নির্বাচন কমিশনও এবার উপনির্বাচন করার দিকে ধীরে ধীরে এগোচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!