এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ ফসকে ভুল বলার মাসুল দিলেন মুকুল রায়, হারাতে হল মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ

মুখ ফসকে ভুল বলার মাসুল দিলেন মুকুল রায়, হারাতে হল মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতির জগতের ছোটখাট ভুল যে বড়োসড়ো ঘটনার সূত্রপাত করে, তা আবারও প্রমাণ হলো মুকুল রায়ের ঘটনায়। কার্যত রাজনৈতিক নেতাদের নিজেদের বক্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হয়ে থাকতে হয় প্রতিমুহূর্তে। কিন্তু তার মধ্যেও মুখ ফসকে ভুল যে একদম হয়না, তা কিন্তু নয়। সম্প্রতি মুকুল রায়ের সঙ্গেও এরকমই একটি ঘটনা ঘটেছে। মুখ ফসকে এমন কথা বলে ফেলেছেন তিনি, যেখান থেকে শুরু হয় নতুন বিতর্ক সাথে তীব্র চাপানউতোর। কার্যত তাঁর দ্বারা একটি ভুল হয়েছে সম্প্রতি। আর তারই ফলস্বরূপ আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঝাড়গ্রাম যাত্রা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।

দীর্ঘ তিন বছর বিজেপিতে থাকার পর মুকুল রায় কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন। এখনো তিনি খাতায়-কলমে বিজেপির বিধায়ক হিসেবেই পরিচিত। এই পরিস্থিতিতে শুক্রবার মুকুল রায় কৃষ্ণনগরে একটি সাংবাদিক বৈঠকে ক্রমাগত বলতে থাকেন তৃণমূলের হেরে যাবার কথা। এবং নিজেকে বিজেপির পক্ষ থেকে বলছেন বলে বক্তব্য শুরু করেন। পাশে থাকা তৃণমূল নেতারা বারবার তাঁকে শুধরে দিতে চাইলেও তিনি কিছু বোঝেননি প্রথমে। যতক্ষণে বুঝেছেন, ততক্ষণে যা হবার হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য পরবর্তীতে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন মুকুল রায় এবং এই ঘটনা যে ঘটা উচিত হয়নি তাই নিয়ে বারবার খেদোক্তি করতে থাকেন তিনি। অন্যদিকে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় অবশ্য এই ঘটনার পেছনে বাবার অসুস্থতার কারণকেই মুখ্য করে তুলেছেন। অন্যদিকে এই ঘটনার পর রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দীর্ঘদিন বিজেপিতে থাকার ফলেই কি মুকুল রায় সাংবাদিক বৈঠকে এ ধরনের ভুল মন্তব্য করলেন?

রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল, এই ঘটনা তৃণমূলের সঙ্গে মুকুল রায়ের দূরত্ব আবার বেশ কিছুটা বাড়িয়ে দেবে। আর অনুমান যে একেবারেই ফেলে দেবার নয়, তা প্রমাণ পাওয়া গেল । তৃণমূল-বিজেপি সংক্রান্ত অসংলগ্ন কথাবার্তা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে মোটেই খুশী করেনি তা স্পষ্ট। যার ফলে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়া বাতিল হল রায় সাহেবের। তবে এই দূরত্ব কতদিনের জন্য তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!