এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা ও স্বাস্থ্যসাথী বিষয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা ও স্বাস্থ্যসাথী বিষয়ে কটাক্ষ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৫ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজ জন্মদিনে মুখ্যমন্ত্রীকে বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলীপ ঘোষ জানালেন যে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রী থাকুন আর প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকুন, তিনি যেন ভাল থাকেন। আর এর সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যসাথী বিষয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।

বিধানসভা নির্বাচনের পূর্বে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটি বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, রাজ্যের সমস্ত মানুষকে বিনা অর্থব্যয় করে সরকারি স্বাস্থ্য বীমার সুযোগ দেয়া হবে। তিনি জানিয়েছেন রাজ্যের সমস্ত মানুষকে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা দেয়া হবে। তবে অন্য কোন সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতাভুক্ত থাকলে স্বাস্থ্যসাথীতে সুবিধা পাওয়া যাবে না।

এরপর গত ১ লা ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রকল্পে পরিবারপিছু ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ দেয়া হবে রাজ্য বাসীদের। রাজ্যর সরকারি ও বেশকিছু বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে। আবার, দিল্লির এইমস, ভেলোরেও এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। গতকাল মুখ্যমন্ত্রী নিজেই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকাল হরিশ মুখার্জি রোডে কলকাতা পুরসভার অডিটোরিয়াম জয় হিন্দ ভবনের সামনে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীরা আগে তিনজন লাইনে দাঁড়িয়ে করলেন স্বাস্থ্যসাথী কার্ড। তখন সে স্থলে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, পুর মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখরা।

ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসম্পর্ক ধরে রাখতে একাধিক ভূমিকা গ্রহণ করেছেন। কখনো কখনো চায়ের দোকানে গিয়ে চা করেছেন, কখনো রান্না ঘরের সামনে দাঁড়িয়ে রান্না করেছেন। গতকাল মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সম্পর্কে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, মুখ্যমন্ত্রী নিজেকে সাধারণ মানুষ বলেই মনে করেন। এ কারণে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন তিনি। তিনি জানালেন যে, এটা রাজ্যের গর্ব যে, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে ভালোবাসেন।

মুখ্যমন্ত্রীর এভাবে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড করার ঘটনাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, তিনি কি আদৌ এই স্বাস্থ্যসাথী কার্ড এর যোগ্য, যে এই কার্ড করছেন? তিনি জানান, নোট বাতিলের সময় রাহুল গান্ধীও লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছিলেন। মানুষ সব কিছুই বোঝেন। স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে ইতিপূর্বে বিজেপি কটাক্ষ করেছিল যে, ঋণের ভারে ধুঁকছে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মানুষকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!