এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়কে চাপে ফেলতে এবার নতুন পরিকল্পনা গেরুয়া শিবিরের, কিভাবে এবার সামাল দেবেন মুকুল?

মুকুল রায়কে চাপে ফেলতে এবার নতুন পরিকল্পনা গেরুয়া শিবিরের, কিভাবে এবার সামাল দেবেন মুকুল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় দলবদল করে তৃণমূলে যাবার পর থেকে কার্যত বিজেপি তাঁর বিধায়ক পদ খারিজ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে যোগদান করলেও বিজেপি বিধায়ক থাকার কারণে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আর সেখান থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে গেরুয়া শিবিরে। কার্যত এবার মুকুল রায়কে রাজ্যসভার নির্বাচনে চাপে ফেলার জন্য বিজেপির নতুন পরিকল্পনা সামনে আসছে। পরাজয় নিশ্চিত জেনেও রাজ্যসভার আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে গেরুয়া শিবির।

সেক্ষেত্রে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র মুকুল রায়কে কৌশলে ফেলার অন্যতম অস্ত্র। কার্যত যেন-তেন প্রকারেণ মুকুল রায়কে কোণঠাসা করাই এখন গেরুয়া শিবিরের অন্যতম উদ্দেশ্য। কার্যত দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়ার রাজ্যসভার আসনে ভোটাভুটিতে কোনোভাবেই বিজেপি জয় পাবেনা সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। কিন্তু তা স্বত্ত্বেও বিজেপি প্রার্থী দিচ্ছে। কারণ ভোটাভুটির ক্ষেত্রে দলীয় বিধায়কদের ওপর হুইপ জারি করা হবে এবং বিজেপি বিধায়কদের সংঘবদ্ধতার নিদর্শন রাখবে। খুব স্বাভাবিকভাবেই শক্তি প্রদর্শন করতে গেলে বিজেপি বিধায়ক হিসেবে মুকুল রায় এবার চাপে পড়বেন বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত এই ভোটাভুটিতে তিনি দলীয় নিয়ম-শৃঙ্খলার বাইরে হাঁটলেই বিজেপির কাছে তা বড়সড় অস্ত্র হবে এবং সেই নীতিতে মুকুল রায়ের দলীয় বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে। তাই বাংলার রাজ্যসভায় দুটি আসনের প্রত্যেকটিতেই বিজেপি প্রার্থী দেওয়ার জন্য তৎপর হচ্ছে। আপাতত আগামী 9 আগস্ট রাজ্যসভার প্রথম নির্বাচন। সেখানে দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ভোট হতে চলেছে। আর এই নির্বাচনে মুকুল রায়কে ভোটাভুটির মাধ্যমে চাপে ফেলার সুবর্ণ সুযোগ এসে পড়েছে বিজেপির হাতে। প্রথম থেকেই বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে মরিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পিকারের কাছে আবেদন করেছেন এই ইস্যুতে।

সেই অনুযায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুনানি দেকেছিলেন। কিন্তু সেই শুনানি কার্যত শুভেন্দু অধিকারীকে খুশি করতে পারেনি। অতএব এখন মুকুল রায়কে নিয়ে আদালতে যাবার চিন্তাভাবনা চলছিল। মুকুল নামক কাঁটাকে পুরোপুরি উপড়ে ফেলতে বিজেপি মরিয়া। এই অবস্থায় নির্বাচন কমিশনের রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করা কার্যত বিজেপির হাতে অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে। আপাতত মুকুল রায় এই অস্ত্রের মোকাবিলা করেন কোন মগজাস্ত্রের দ্বারা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!