ইমরান খানের শপথে ডাক পেলেন ভারতের ৪ মহারথী – জেনে নিন বিস্তারিত আন্তর্জাতিক জাতীয় August 2, 2018 চলতি মাসের ১১ তারিখ (শনিবার) পাকিস্থানের প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহন করতে চলেছেন তেহরিক-ই-ইনসাফ এর হাইকমান্ডার ইমরান খান। তাকে শপথ পাঠ করাবেন পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন। শপথ গ্রহন অনুষ্ঠানে কোন কোন বিশিষ্ট জন আমন্ত্রিত হলেন আসুন জেনে নেওয়া যাক। ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র সুনীল গাভাসকার,কপিল দেব,নভজ্যোৎ সিং সিধু সহ আমন্ত্রণ জানানো হল বলিউডের জনপ্রিয় অভিনেতা আমীর খানকে। তাঁর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়ে তিনি পড়শি দেশের প্রতি যেরকম বন্ধুত্বের হাতই বাড়িয়ে দিলেন আবার তেমনি দক্ষ কূটনৈতিক সৌজন্যের দৃষ্টান্তও গড়লেন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগেই। এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের তরফ থেকে কপিল দেবের কাছ থেকে জানতে চাওয়া হলে,তিনি জানান যে ইমরানের শপথ গ্রহনে আমন্ত্রিত হওয়ার খবর তিনি সংবাদমাধ্যম থেকেই জেনেছেন। তবে যেহেতু এখনো সরকারি তরফ থেকে কোনো আমন্ত্রণ পত্র তিনি পাননি তাই এখনই তিনি এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। প্রতিক্রিয়া তিনি আমন্ত্রণ পাওয়ার পরেই জানাবেন। প্রতিক্রিয়া পাওয়া যায়নি গাভাসকর এবং আমির খানের কাছ থেকেও। তবে নভজ্যোৎ সিং সিধু সাফ কথায় জানিয়েছেন যে,তিনি যাচ্ছেন। যেহেতু ইমরান খেলোয়ার। তাই তাকে বিশ্বাস করতে আপত্তি নেই সিধুর। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। ইমরানের শপথগ্রহন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার্ক গোষ্ঠীভুক্ত দেশের বাকি প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে ঘোর জল্পনা ছিল রাজনৈতিকমহলে। তবে সেই জল্পনার ইতি টেনে তেহরিক-ই ইনসাফ দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানান,পাকিস্থান তদারকির অধীনস্ত পাক বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারটি চূড়ান্ত করা হবে। এখনো বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ করা নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে,আমন্ত্রিতদের তালিকায় আমীর খানের নাম থাকলেও বলিউডের বিখ্যাত তারকা শাহরুখ খান,সলমন খান বা কাপুর পরিবারের কারোরই নাম নেই। আমীর খানকে আমন্ত্রণের কারণ হিসাবে সামনে এল কিছু তথ্য। বহুদিন ধরেই আমীরের অভিনয় এবং ছবির ভক্ত তিনি। সম্প্রতি ২০১৬ সালে মুক্তি পাওয়া আমীরের ‘দঙ্গল’ ছবিটিরও বেশ প্রশংসা করতে দেখা যায় তাকে। তাই আমীর খান তাঁর আমন্ত্রিতদের তালিকায় থাকবে এটা অস্বাভাবিক নয় মোটেই। তবে নজরে আসার মতো বিষয় হল,আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ভারতের দীর্ঘদিনের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এব দিলীপ বেঙ্গসরকারের। এ নিয়েও রাজনীতির অন্দরে এবং ক্রিকেটারমহলে গুঞ্জন হচ্ছে বিস্তর। রাজনৈতিক সূত্রের মাধ্যম থেকে জানা যাচ্ছে, পাকিস্থানের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৪ আগষ্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বৃহস্পতিবারই নিজের সরকারি আবাসানে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন তিনি। কঠোর নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী বাসভবন ও মিনিস্টারস্ এনক্লেভ। এদিকে আবার ইমরানের পাকিস্থানের প্রধানমন্ত্বীত্ব সামলানোর কালে ভারতের সঙ্গে কীরকম সম্পর্ক তৈরি হবে সে সম্পর্কে সাফ জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। জানালেন,পাকিস্থানের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা একমাত্র সম্ভব হবে সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে ওঠার পর। সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং শান্তিপূর্ণ আলোচনা একসঙ্গে হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করার সম্পূর্ণ দায়ই পাকিস্থানের উপর বর্তায়। ভারতীয় বিদেশমন্ত্রকের এ বার্তার পর পাকিস্থান সরকারের তরফ থেকে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -