এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেজে গেল কি পৌরসভার দামামা? জেনে নিন বিস্তারিত

বেজে গেল কি পৌরসভার দামামা? জেনে নিন বিস্তারিত

 

ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু পৌরসভার মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে। আর মেয়াদ উত্তীর্ণ হওয়া পৌরসভাগুলোতে সরকারের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসক। যা নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী দলের পক্ষ থেকে অবিলম্বে পৌরসভা নির্বাচনের দাবিও জানানো হচ্ছে। এবার রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচনের ব্যাপারে পাওয়া গেল সবুজ সংকেত।

বাংলার এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, রাজ্যের বিভিন্ন পৌরসভায় আসন সংরক্ষণের খসড়া তালিকা তৈরির জন্য বিভিন্ন জেলার জেলাশাসক এবং পৌরসভার চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার পরই সেই 92 টি পৌরসভার আসন সংরক্ষণের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে বলে খবর।

উক্ত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আরও জানা গেছে যে, গত 18 ডিসেম্বর রাজ্যের কুড়িটি জেলার জেলাশাসককে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনের সচিব। যেখানে আগামী 31 ডিসেম্বর সেই পৌরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তবে সেই তালিকা নিয়ে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা সেই 31 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত জানানো যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই আগামী 24 জানুয়ারি এই ব্যাপারে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু কোন জেলার কয়টি পৌরসভায় এই আসন সংরক্ষণের খসড়া তালিকা তৈরি হবে! জানা গেছে, উত্তর 24 পরগনা চব্বিশটি, দক্ষিণ 24 পরগনার পাঁচটি, কোচবিহারের চারটি, জলপাইগুড়ির দুটি, দার্জিলিংয়ের দুটি, উত্তর দিনাজপুরের দুটি, দক্ষিণ দিনাজপুরের একটি, মালদহের দুটি, মুর্শিদাবাদের ছয়টি, পূর্ব বর্ধমানের চারটি, পশ্চিম বর্ধমানের একটি, বীরভূমের দুটি, হাওড়ার একটি, হুগলির 13 টি, পূর্ব মেদিনীপুরের তিনটি, পশ্চিম মেদিনীপুরের ছটি, পুরুলিয়ার তিনটি এবং বাঁকুড়ার তিনটি পৌরসভা আসনের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই পৌরসভাগুলোতে আসন সংরক্ষণের তালিকা তৈরির নির্দেশ দেওয়ার পরেই নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। বিভিন্ন মহল আশা প্রকাশ করতে শুরু করেছে, কমিশনের এই তৎপরতার পরে নতুন বছরের শুরুতেই হতে চলেছে পৌরসভা নির্বাচন। তবে এখন আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত হওয়ার পর কবে পাকাপাকিভাবে পৌরসভার দামামা বাজে! সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!