এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের ঘটনার তদন্তে পৌঁছালো ফরেনসিক দল, সামনে আসবে কি কোন চাঞ্চল্যকর তথ্য? কৌতূহল বাড়ছে সকলের

নন্দীগ্রামের ঘটনার তদন্তে পৌঁছালো ফরেনসিক দল, সামনে আসবে কি কোন চাঞ্চল্যকর তথ্য? কৌতূহল বাড়ছে সকলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১০ ই মার্চ নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সম্প্রতি হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করছেন। এবার এই ঘটনার তদন্তে বিরুলিয়া থেকে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বিজেপিকে। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে আঘাত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে তাঁকে সিপিএমের হার্মাদরা মারত, এখন মারে বিজেপি। তিনি অভিযোগ করেছেন, হামলা করার পর কুৎসা করা হচ্ছে, চরিত্রহনন করা হচ্ছে। এই আবহে গতকাল বিরুলিয়া বাজার থেকে নমুনা সংগ্রহ করতে গেল ফরেনসিক দলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সংঘর্ষের বা হামলার কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হলেও, স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন যে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা খোলা ছিল, একটি খুঁটিতে ধাক্কা খেয়ে সে দরজা আঘাত করে মুখ্যমন্ত্রীর পায়ে। গতকাল বৃহস্পতিবার বিরুলিয়া বাজারে গিয়ে যে খুঁটিতে গাড়ির দরজা ধাক্কা খেয়েছিল, সেই খুটিটির দূরত্ব ও উচ্চতা মেপে দেখেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তাঁরা পরীক্ষা করে দেখেছেন, এই খুঁটিতে কোন দাগ রয়েছে কিনা? এবার ফরেনসিক রিপোর্টে কোন নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে কিনা? সেদিকে সকলের কৌতুহল রয়েছে।

প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে চক্রান্তের কথা বলা হলেও, নির্বাচন কমিশন এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে করছে। কমিশনের রিপোর্টে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ হয়নি, তাঁর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের গাফিলতিতে তিনি আহত হয়েছেন। এ কারণে তাঁর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড করেছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে, আবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!