এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে মমতা ঝড়, চাপে পড়ে গেলেন শুভেন্দু!

নন্দীগ্রামে মমতা ঝড়, চাপে পড়ে গেলেন শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গণনার একদম প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎকণ্ঠা ক্রমশ বাড়তে শুরু করেছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। অন্যান্য বিধানসভা কেন্দ্রে তৃণমূল অত্যন্ত ভালো ফল করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও, নন্দীগ্রাম তাদের ক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে বেলা বাড়তেই সেই নন্দীগ্রামে খেলা ঘুরিয়ে দিতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এখনও পর্যন্ত 11 রাউন্ড গণনা হয়েছে নন্দীগ্রামে। আর সেই গণনা শেষে প্রায় 3 হাজার 327 ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিক ভাবেই এই ফলাফল সামনে আসার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, সময় যত বাড়বে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়তে শুরু করবে। নন্দীগ্রাম দখল করবে তৃণমূল কংগ্রেস। তবে শেষ পর্যন্ত কি হয়, নন্দীগ্রামে কে জয়লাভ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!