এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > নন্দীগ্রামের রহস্য ফাঁসে আজ ঘটনাস্থলে নির্বাচন কমিশনের দুই অধিকর্তা, কি হতে চলেছে?

নন্দীগ্রামের রহস্য ফাঁসে আজ ঘটনাস্থলে নির্বাচন কমিশনের দুই অধিকর্তা, কি হতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন। কিন্তু তার আগেই উত্তাপ বাড়ছে রাজ্যে। এবং উত্তেজনা চরমে আকারে পৌঁছায় যখন নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মনোনয়নপত্র জমা দেওয়ার পর জনসংযোগ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় ভালোমতন আঘাত পান তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে গুরুতর আহত অবস্থায়। আপাতত তিনি চিকিৎসাধীন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত।

আর সেই সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে এবার তৎপর হয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আজ দুই মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক। প্রথম দফা ভোটের আগে জেলা পুলিশের তৎপরতা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রাম ইতিমধ্যেই হাইভোল্টেজ তকমা পেয়েছে। কারণ এই জায়গা থেকেই প্রথম মুখোমুখি হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পেছনে গেরুয়া শিবিরের ষড়যন্ত্রের দাবি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের দাবি, আগেরদিন ডিজি অপসারণের সঙ্গে নিরাপত্তার ফাঁক থেকে গেছে আর সেখান থেকেই এই বিপর্যয়। যদিও নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের এই দাবি মানতে নারাজ। তাঁদের কথা অনুযায়ী স্থানীয় প্রশাসনের দায় নির্বাচন কমিশন নেবে না। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিজি বদলের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই। অন্যদিকে জানা যাচ্ছে, রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনের সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার সময় নিরাপত্তায় কোথায় গলদ ছিল, তা খতিয়ে দেখবেন।

এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী শনিবার পর্যন্ত সমস্ত রকম প্রচারের কর্মসূচি বাতিল করা হয়েছে। এমনকি তৃণমূলের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। তৃণমূল নেত্রীর সাথে হওয়া দুর্ঘটনা রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আপাতত মুখ্যমন্ত্রীর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য কে দায়ী, তাই নিয়ে শুরু হয়েছে কাঁটাছেঁড়া। পাশাপাশি নজর রাখা হবে, পুলিশের বিশেষ পর্যবেক্ষকরা আজ মেদিনীপুরে গিয়ে কোনো নতুন তথ্যের সন্ধান দেন কিনা তার দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!