এখন পড়ছেন
হোম > জাতীয় > নেতাজি ইস্যুতে কেন্দ্রকে প্রবল কটাক্ষ দাপুটে তৃণমূল নেতার, প্রবল শোরগোল রাজ্য জুড়ে

নেতাজি ইস্যুতে কেন্দ্রকে প্রবল কটাক্ষ দাপুটে তৃণমূল নেতার, প্রবল শোরগোল রাজ্য জুড়ে

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজীকে নিয়ে তৈরি পশ্চিমবঙ্গের ট্যাবলোকে বাতিল করে দেওয়া, নেতাজিকে শ্রদ্ধা জানাতে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে নেতাজির বিরাটাকার মূর্তি নির্মাণ, কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে যখন সরগরম রাজনীতি মহল, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নেতাজি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বলাকা নামের একটি বিশেষ ট্রাম উদ্বোধন করলেন মদন মিত্র। এটি নেতাজী সম্পর্কিত একটি প্রদর্শনী। যেখানে নেতাজির বিভিন্ন ছবি ও বই থাকবে। শহরের বিভিন্ন স্থানে রাখা হবে এটিকে। যেখানে প্রবেশ করতে কোন অর্থ খরচ হবেনা। এর উদ্বোধন করে মদন মিত্র বলেন, নেতাজি ইস্যুতে কেন্দ্রের পাল্টা হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, সারা পৃথিবীতে কেও বলতে পারেন নি ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ সেই নেতাজিকেই ব্রাত্য করেছে বিজেপি। বলা হচ্ছে অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে দিয়ে নেতাজির মূর্তি বসানো হবে। অন্য আরো অনেক জায়গা আছে। বিজেপির পার্টি অফিস উড়িয়ে দিয়ে সেখানে নেতাজির মূর্তি বসানো হোক। অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে নেতাজির মূর্তি বসানোর অর্থই হলো, যাদেরকে কেন্দ্র করে একসময় লতা মঙ্গেশকর গেয়েছিলেন ‘এ মেরে বতন কি লোগো’ তাদেরকে অসম্মান করা হবে।

অমর জওয়ান জ্যোতিকে সরিয়ে নেতাজির মূর্তি বসানো শুধু বাংলার অপমান নয়, তাহল সারা পৃথিবীর দেশপ্রেমিকদের কাছে অপমান। এমনই বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়েন্ট বারানোর জন্য এই ধরনের মন্তব্য করছেন মদন মিত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!