এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নজরে ফালাকাটা উপনির্বাচন, উন্নয়নের ডালি নিয়ে আসরে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল! জানুন বিস্তারিত ভাবে

নজরে ফালাকাটা উপনির্বাচন, উন্নয়নের ডালি নিয়ে আসরে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল! জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিশেষ খারাপ হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের। অন্যান্য লোকসভা কেন্দ্রের মত আলিপুরদুয়ার কেন্দ্রও শাসকদলের হাতছাড়া হয়। সম্প্রতি রয়েছে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে জয়যুক্ত হতে একেবারে উঠে পড়ে লেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এজন্য ফালাকাটা বিধানসভা কেন্দ্রে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

তবে দলের সংগঠনগত শক্তি বাড়ালেই যে নির্বাচনে কেল্লাফতে, এমনটি নয়। তাই নির্বাচনের পূর্বে জনগণকে তুষ্ট রেখে যেন সমর্থন বাড়াতে এই এলাকার জন্য বেশ কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিল শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এবারের বর্ষার মরসুমে ফালাকাটা ব্লকের পঞ্চায়েত অধীনস্থ রাস্তাগুলি প্রচন্ডভাবে বিধ্বস্ত হয়েছে। এর ফলে রাস্তায় চলাফেরা করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যা নিয়ে ক্রমশ বিক্ষভ বাড়ছে জনগণের। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা গুলির বিষয়ে ব্লক প্রশাসনকে রিপোর্ট দিয়ে অবগত করা হয়েছিল। এরপর এই রিপোর্ট ব্লক প্রশাসন জেলা প্রশাসনের কাছে পাঠায়। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জীর্ণ এই রাস্তাগুলির মেরামতের কাজ শুরু করা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর ফলে গতকাল মঙ্গলবার ফালাকাটা ব্লকের অন্তর্গত ফালাকাটা ২ ও গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৫০ টি রাস্তার কাজ মেরামতির কাজ শুরু করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। প্রসঙ্গত, এই রাস্তাগুলো মেরামতের দীর্ঘকালের দাবি ছিল এলাকাবাসীর। এবার প্রশাসন এই পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ল।

রাস্তা মেরামত প্রসঙ্গে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফালাকাটা ২ পঞ্চায়েতের অন্তর্গত গ্রাভেল ও সিসি রাস্তা সহ মোট ৩৭ টি রাস্তার মেরামতির কাজ শুরু করা হয়েছে। এই রাস্তাগুলির মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হল ১ কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা। এর সঙ্গে সঙ্গেই গুয়াবরনগর পঞ্চায়েত এলাকার গ্রাভেল ও সিসি রাস্তা সহ মোট ১৩ টি রাস্তার মেরামতির কাজ চলবে। এ কাজের জন্য মোট খরচ ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।

এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ১০০ দিনের কাজের প্রকল্প থেকেই এই রাস্তা গুলির মেরামতের কাজ চলবে। ফালাকাটার উপনির্বাচন যখন একেবারে দরজার কড়া নাড়ছে তখন শাসক দলের এই রাস্তা মেরামতির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিভিন্ন রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!