এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন করে করোনা সংক্রমণের খবর পেতেই তটস্থ ভারতবাসী, শোনা যাচ্ছে নিত্যনতুন জল্পনা

নতুন করে করোনা সংক্রমণের খবর পেতেই তটস্থ ভারতবাসী, শোনা যাচ্ছে নিত্যনতুন জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা পরিস্থিতি এখনো ভয়ঙ্কর অবস্থায় জারি রয়েছে। সংক্রমন কিন্তু এখনও জারি রয়েছে। করোনার টিকা বাজারে আসার প্রস্তুতি চলছে অবশ্য। কিন্তু তা কবে সামনে আসবে, তা নিয়ে আশা-নিরাশায় দুলছে সবাই। এরইমধ্যে আবারও বড়সড় দুঃসংবাদ। ব্রিটেনে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করল। মাত্রাছাড়া হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে সেখানে। নতুন যে করোনা ভাইরাসের স্ট্রেইন পাওয়া গেছে ব্রিটেনে, সেটি পরীক্ষা করে দেখা গেছে প্রকৃতিগতভাবে এটি অত্যন্ত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

সে দেশের স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে ঘোষণা করেছে। তবে ভারতে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন কেন্দ্রীয় নীতি আয়োগ (স্বাস্থ্য) এবং কেন্দ্রীয় সরকারের কোভিড সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স সদস্য ভি কে পল জানিয়েছেন, করোনার নতুন প্রজাতি এখনো পর্যন্ত ভারতের বুকে থাবা বসাতে পারেনি। তাই অযথা আতঙ্কের পরিবেশ যাতে তৈরি না হয়, সেই আবেদন তিনি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা সর্বতোভাবে আবারও সেই একই দাবি করেছেন সর্বসাধারণের কাছে। চূড়ান্ত সাবধানতা এবং সতর্কতাই যে আমাদের একমাত্র বাঁচাতে পারবে করোনার হাত থেকে সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় চিকিৎসক মহল। ভারতের বুকে এই মুহূর্তে চলছে নিউ নর্মাল পরিস্থিতি। তার মধ্যেও বিভিন্ন শহরে করোনার খবর কিন্তু এখনো মিলছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও আশার কথা শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, জানুয়ারি মাস নাগাদ করোনার টিকা বাজারে মিলতে পারে।

তবে পুরোটাই অনুমান। এখনো পর্যন্ত কোনো পাকাপোক্ত ঘোষণা শোনা যায়নি। অন্যদিকে করোনার এই নতুন প্রজাতির সম্পর্কে কেন্দ্রীয় সরকারের করোনা সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন যেসব টিকা বাজারে আসতে চলেছে সেগুলি করোনার এই নতুন প্রজাতিকে প্রতিরোধ করতে অবশ্যই সক্ষম হবে। তাই কোন রকম জল্পনাকে মাথাচাড়া দিতে বাধা দিচ্ছেন তাঁরা। অন্যদিকে শোনা যাচ্ছে, ভারত ব্রিটেন পরিবহণ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে করোনার নতুন সংক্রমণের কারণে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!