এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নতুন করে তোলপাড় দাড়িভিট-কাণ্ড! একুশে বিজেপি ক্ষমতায় এলেই CBI তদন্তের আশ্বাস দিলীপ ঘোষের

নতুন করে তোলপাড় দাড়িভিট-কাণ্ড! একুশে বিজেপি ক্ষমতায় এলেই CBI তদন্তের আশ্বাস দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দু’বছর আগে দাড়িভিট কান্ড ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্যে। প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দাঁড়েভিটে 2018 সালের 20 সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে হয় তীব্র সংঘর্ষ। এই সংঘর্ষে দুজন ছাত্র প্রাণ হারায়। এরপর থেকেই দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয় এবং বিজেপি এই আন্দোলনকে সঙ্গী করে রাজনৈতিক জমি আরও শক্ত করে। গোটা রাজ্য তথা দেশের মধ্যে দাড়িভিট কান্ড ইস্যু হয়ে ওঠে সেসময়।

বাংলাতেও সেই সময় দোষীদের শাস্তির দাবিতে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দাড়িভিট এসেছে মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে। কিন্তু এখনো পর্যন্ত দাড়িভিট কান্ডে নিহত তাপস বর্মনের হত্যাকারী কে তা জানা সম্ভব হয়নি। আর তাই নিয়েই প্রশ্ন তুলেছেন এবার দাড়িভিট কাণ্ডে নিহত তাপস বর্মন এর মা। সম্প্রতি দাড়িভিট কান্ডের দ্বিতীয় বর্ষপুর্তিতে তাপস বর্মন এর মা মঞ্জু বর্মন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন তাঁর ছেলের মৃত্যুর যথাযথ তদন্তের।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন জানান, দু’বছর হলেও এখনো পর্যন্ত দাড়িভিট কাণ্ডের তদন্ত বিন্দুমাত্র এগোয়নি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলেও হত্যার বিচার হয়নি। তাই দিলীপ ঘোষ দাবি করেছেন, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হাত ধরেই শুরু হবে দাড়িভিট কান্ডের তদন্ত। এদিন দিলীপ ঘোষ রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, পশ্চিমবঙ্গের সর্বত্র চলছে তৃণমূল সরকারের অরাজকতা। প্রতিবাদ করতে গেলেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতা কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার দাড়িভিট কান্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এলাকায় এবিভিপি এবং বিজেপি শিবিরের বিভিন্ন কর্মসূচি ছিল। বেলা বারোটা নাগাদ দাড়িভিটে পৌঁছান বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর। সেখানে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা হয় দুলাল বরের। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন বলেন, 2011 সালের আগে পর্যন্ত কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করা হতো তৃণমূলের পক্ষ থেকে।

কিন্তু বর্তমানে দাড়িভিট কাণ্ডের তদন্ত ঘিরে দেখা যাচ্ছে অনীহা। অন্যদিকে দাড়িভিট কান্ডের তদন্তের দাবি জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম শ্রীনিবাস। একইসঙ্গে নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনও জানিয়েছেন, 2021 এর বিজেপি ক্ষমতায় এলে সিবিআই তদন্ত হবে বলে জানা গেছে। তাই তিনি এখন অপেক্ষা করছেন বিজেপির ক্ষমতায় আসার। একুশের বিধানসভা নির্বাচনের আবহে দাড়িভিট কান্ড ঘিরে আরও একবার বিজেপি তাদের রাজনৈতিক প্রক্রিয়াকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বরাবরই দাড়িভিট কান্ড ঘিরে বিজেপি সুর চড়িয়েছে শাসক দল তথা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। অন্যদিকে দাড়িভিট কাণ্ডের তদন্ত এখনো পর্যন্ত না হওয়ায় খুব স্বাভাবিকভাবেই ঘটনায় নিহত পরিবারের প্রশ্নের মুখে শাসকদল। যথারীতি শুধু দাড়িভিট নয়, রাজ্যবাসীরও সন্দেহের মুখে এখন শাসক দল বলে মনে করছে বিরোধীরা। এই অবস্থায় শাসক দল তদন্তে সহায়তা করতে কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই নজর থাকছে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!