এখন পড়ছেন
হোম > জাতীয় > নভেম্বরেই বিধানসভা নির্বাচন? সব বিরোধিতা থামিয়ে দিতে মুখ্যমন্ত্রী দিলেন মাস্টারস্ট্রোক?

নভেম্বরেই বিধানসভা নির্বাচন? সব বিরোধিতা থামিয়ে দিতে মুখ্যমন্ত্রী দিলেন মাস্টারস্ট্রোক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিহার বিধানসভার নির্বাচন। তবে করোনা পরিস্থিতির কারণে সঠিক সময়ে সেই নির্বাচন হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ অবশ্য স্পষ্ট করে দেওয়া হল, নভেম্বরের মধ্যেই বিহার বিধানসভার নির্বাচন সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে তাদের বক্তব্য জানানোর পরই বিহারের রাজ্য রাজনীতিতে তৎপরতা শুরু হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানোর পরই প্রথম বিহার এবং বিহারী প্রথম সংক্রান্ত একটি বিজ্ঞাপনে বলা হয়েছে, ওরা আমাদের উপরে রাজত্ব করার জন্য লড়াই করে যাচ্ছে। সেখানে আমরা লড়ছি বিহারের গৌরব ফিরিয়ে আনতে।” কিন্তু হঠাৎ করে এই বিজ্ঞাপন কেন?

একাংশ বলছেন, এই বিজ্ঞাপনের পেছনে বিহারের দলিত রাজনীতি কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এনডিএ জোটে যোগ দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। মূলত দলের কথা মাথায় রেখেই এই নেতাকে নিজেদের দিকে যোগদান করেছিলেন নিতিশ কুমার। আর এতেই রামবিলাস পাসোয়ান এবং তার পুত্র চিরাগ পাসওয়ান ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়েছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, বিহারের জাতপাতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দলিত মুখ হিসেবে পরিচিত রামবিলাস পাশওয়ান। তাই জিতনরাম মাঝিকে সামনে রেখে এখন পাসওয়ান পরিবারের ভোটে ভাঙন ধরাতে চাইছেন নিতিশ কুমার বলে মনে করছেন একাংশ। যদিও বা এই প্রসঙ্গে এলজেপি মুখপাত্র আশরফ আনসারি বলেন, “এই বিজ্ঞাপন কারো বিরুদ্ধে নয়। চিরাগ পাসওয়ান গোড়া থেকেই বলে আসছেন, বিহার প্রথম এবং বিহারী প্রথম।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনের বিধানসভা নির্বাচনে আসন বণ্টনের ক্ষেত্রে রামবিলাস পাসোয়ান যাতে চাপ বাড়াতে না পারেন, তার জন্য জিতনরাম মাঝিকে সামনের সারিতে এনেছেন। যার ফলে রামবিলাস পাসোয়ান যদি ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করেন, তাহলেও এনডিএ যাতে চাপে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এবার বিহার এবং দিল্লির সংবাদপত্রে একটি বিজ্ঞাপন নতুন করে জল্পনা তৈরি করতে শুরু করল বিহার রাজনীতিতে। নিতিশ কুমারৈর উদ্দেশ্যে যেভাবে পাশওয়ান পরিবার এই সংবাদপত্রে আক্রমণ শানাতে শুরু করেছেন, তাতে বিহারের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!