এখন পড়ছেন
হোম > জাতীয় > এনআরসি নিয়ে চাপে কেন্দ্র, নেওয়া হল নয়া কৌশল

এনআরসি নিয়ে চাপে কেন্দ্র, নেওয়া হল নয়া কৌশল


সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন সারা দেশজুড়ে লাগু হয়েছে। আর এই নাগরিকত্ব আইন লাগু হওয়ার পরেই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মানুষ। বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। যা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করে দিচ্ছে।

আর এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে যাতে গেরুয়া শিবির চাপে না পরে, তার জন্য কৌশল অবলম্বন করতে শুরু করল পদ্ম শিবির। বস্তুত, ক্ষমতায় আসার পরেই 2024 সালের মধ্যে সারাদেশে এনআরসি করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এমনকি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবার পর অমিত শাহের সেই বার্তা আরও চরমে উঠেছিল। তবে এই আইন লাগু হওয়ার পর, যেভাবে বিজেপির বিরুদ্ধে জনমত যেতে শুরু করেছে, তাতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি নেতৃত্বের কপালে। আর তাই তো সম্প্রতি অমিত শাহের মন্তব্যের পুরোপুরি বিপক্ষে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন, এনআরসি নিয়ে তার সরকারের অভ্যন্তরে কোনো আলোচনা হয়নি। যা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যদিকে প্রধানমন্ত্রীর দুই ধরনের মন্তব্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি। অনেকে বলেছিলেন, এনআরসি নিয়ে বিজেপি অনেকটাই চাপে রয়েছে। আর তাই স্বরাষ্ট্রমন্ত্রীর এনআরসি নিয়ে মন্তব্যকে চাপা দিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত এনআরসি হচ্ছে না।

আর এবার এনআরসি নিয়ে সাধারন মানুষের ভীতি কাটাতে এবং বিজেপির বিরুদ্ধের জনাদেশকে বিজেপির পক্ষে আনতে দলের নেতৃত্বদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করলেন সর্বভারতীয় বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। যেখানে মানুষের কাছে গিয়ে এনআরসি সম্পর্কে বিজেপির ঠিক কি বক্তব্য হবে, তা বুঝিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এনআরসির বিরুদ্ধে প্রচার করে বিজেপিকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছে। তাই সেই জায়গা থেকে ঘুরে বিরোধীদের সেই প্রচারকে দমিয়ে দিতে মানুষের কাছে গিয়ে সুকৌশলে ভিন্ন ধারায় প্রচার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপি নেতৃত্ব এখন সাধারণ মানুষের কাছে পৌঁছে এনআরসি সম্পর্কে কি বক্তব্য প্রদান করে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!