এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অপেক্ষা আর মাত্র এক মাসের? তারপরেই করোনা ফাঁড়া কাটিয়ে সব স্বাভাবিক? দাবি করলেন মমতা

অপেক্ষা আর মাত্র এক মাসের? তারপরেই করোনা ফাঁড়া কাটিয়ে সব স্বাভাবিক? দাবি করলেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সেই মার্চ মাস থেকে চলছে করোনা পরিস্থিতি। ভয়াবহ ইমারন ভাইরাসের কোনোরুপ প্রতিষেধক না বেরোনোর জন্য লকডাউনের ওপর জোর দিয়েছে সরকার। বন্ধ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল-কলেজ সমস্ত কিছু। কবে সব কিছু স্বাভাবিক হবে, এখন তাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর কাছে। পুরো মাত্রায় লকডাউন কবে উঠবে, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস।

আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিষেধক না বেরোনোয় আরও চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষের দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সেপ্টেম্বরের শেষ দিক থেকে করোনার সংক্রমণ কমতে শুরু করবে বলে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি। স্বাভাবিক হবে জীবনযাত্রা। তারপরেই জেলা সফরে বেরোবো। মহালয়ার পর থেকেই সংক্রমণ কমতে শুরু করবে। পূজায় জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। তবে সাবধানতা বজায় রাখতে হবে।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে যেমন আশার আলো তৈরি হয়েছে, ঠিক তেমনই তৈরি হয়েছে সংশয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, যেখানে এখনও প্রতিষেধক বেরোনোর কোনরূপ সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেখানে কি করে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি? হঠাৎ করেই মুখ্যমন্ত্রী যদি এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা শুনিয়ে দেন, তাহলে অনেক জায়গায় এমনিতেই লকডাউন মানা হচ্ছে না। তাই সেখানকার মানুষেরা আরও লকডাউন ভেঙে বিপদ ডেকে আনতে পারেন।

ফলে আরও বাড়তে পারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে অনেকে বলছেন, দেশে করোনা সংক্রমনের বৃদ্ধি ছটি পর্যায়ে ঘটেছে। এখন চলছে ষষ্ঠ পর্যায়। ফলে সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হলেও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তা কমতে শুরু করবে। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর কথামত সত্যি সত্যিই সেপ্টেম্বর থেকে করোনা ভাইরাস দুর্বল হয় কিনা! যার দিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!