এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েতে কাজ করেনি বাবুল ম্যাজিক ,নতুন রাস্তায় হাটছে বিজেপি

পঞ্চায়েতে কাজ করেনি বাবুল ম্যাজিক ,নতুন রাস্তায় হাটছে বিজেপি


পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত নির্বাচনী প্রচারে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মাহাত্ম্য ততটা কার্যকরী হতে দেখা গেলো না। জানা যাচ্ছে জেলায় বিজেপির সব কটি আসনে সাফল্যে না পাওয়ার কারণ হিসেবে দলীয় সংগঠনের দুর্বলতাকেই দায়ী করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য জেলার মোট আটটি ব্লকের মধ্যে সাতটি ব্লকে মাত্র সাতটি গ্রাম সংসদ জয় পেয়েছে গেরুয়া শিবির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সাতটি ব্লকই সাংসদ বাবুল সুপ্রিয়র এলাকাতে অবস্থিত। দলীয় সূত্রের খবর, দুর্বলতা ঢাকতে তাই লোকসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে দৃঢ় করতে উদ্যোগী হয়েছেন দলীয় নেতৃত্ব। দলের সাফল্য এবং পরাজয় প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোরুই বললেন, “সন্ত্রাসের কাছে আমাদের নতি স্বীকার করতে হয়েছে। সাংগঠনিক শক্তির ঘাটতি আছে এই জেলায় এটা সত্যি।সন্ত্রাসের মাঝেও আমরা প্রতিরোধের চেষ্টা করেছি। বন্দুক, অর্থ ও মাফিয়াদের কাছে আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। সাংগঠনিকভাবে জেলায় কিছুটা হলেও এগিয়ে সিপিএম। তাই লোকসভা ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে জোড় দেওয়া হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!