এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা – কি হল আজকের শুনানির ফল? কি জানালো আদালত?

সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা – কি হল আজকের শুনানির ফল? কি জানালো আদালত?


রাজ্যে পঞ্চায়েত মামলার দিনক্ষণ ঘোষণা থেকেই মামলার জটে পদে পদে ব্যতিব্যস্ত হতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে শেষ পর্যন্ত গত ১০ ই মে তা গিয়েছিল সুপ্রিম কোর্টে। আর সেখানে অন্য সব আসনে জয় নিয়ে আদালত কিছু না জানালেও যেসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছিল, তা নিয়ে এর আগে বেশ অবাক হয়েছিল আদালত।

প্রসঙ্গত, গ্রাম পঞ্চায়েতে মোট ৪৮,৬৫০ টি আসনের মধ্যে ১৬,৮১৪ টিতে বিনা লড়াইয়ে জিতেছে শাসক দল। পঞ্চায়েত সমিতির মোট ৯,২১৭টি আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৩,০৫৯টি আসনে। জেলা পরিষদের মোট ৮২৫ টির মধ্যে ২০৩ টি আসনেও কোনও প্রতিদ্বন্দ্বিতা হয় নি। আর এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে বিরোধীদের। যদিও এই বিপুল সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে রাজ্যের নিজস্ব যুক্তি আছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রায় ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর থেকেও বেশি আসনে জেতার রেকর্ড অন্য রাজ্যে আছে। তাছাড়া, আগামীকালের মধ্যে রাজ্যের পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই আদালত এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়কে মান্যতা না দিলে রাজ্য সরকারকে প্রশাসক বসিয়ে কাজ চালাতে হবে, ফলে থমকে যাবে উন্নয়ন।

কিন্তু মামলাকারীদের পক্ষে স্পষ্ট জানানো হয় ভিনরাজ্যে কোথাও এই বিপুল সংখ্যক বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নজির নেই। তাছাড়া, শাসকদল ‘সন্ত্রাস’ করে এইসব আসনে তাঁদের প্রার্থীদের মনোনয়ন দিতে দেয় নি। আদালত যেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, নির্বাচন কমিশনকে দেখতে হবে ইচ্ছুক সব প্রার্থী যাতে মনোনয়ন জমা দিতে পারে – কিন্তু বাস্তবে নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়।

গতকাল এই নিয়ে সওয়াল-জবাব চললেও তা সম্পূর্ণ হয় না। ফলে, আজ পুনরায় এই মামলার শুনানি হবে বলে তিন বিচারপতি জানান। কিন্তু তিন বিচারপতির মধ্যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ অনুপস্থিত থাকায়, আজ শেষপর্যন্ত এই মামলার শুনানি হল না। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ ই আগস্ট দুপুর ২ টোর সময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!