এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণ, কি বললেন তৃণমূল নেতা!

পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণ, কি বললেন তৃণমূল নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে সন্ত্রাসের ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। একের পর এক জেলায় বোমা বিস্ফোরণের মতো পরিস্থিতি সামনে আসছে। আর এই পরিস্থিতিতে এবার বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করা হচ্ছে। তবে এবার পাল্টা পশ্চিমবঙ্গকে নিরাপদ তম স্থান বলে দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “পশ্চিমবঙ্গ আগের তুলনায় অনেক নিরাপদ। আর এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় বাইরে থেকে অস্ত্র পাচার করে কিছু রাজনৈতিক দল পরিকল্পিত অশান্তির চেষ্টা করছে। প্রশাসন তা দমন করতে বদ্ধপরিকর।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি বাংলায় বোমা বিস্ফোরণ নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের কড়া জবাব দিলেন কুনাল ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!