এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে লুট, লোকসভায় হিসেব চোকানোর নিদান শুভেন্দুর! উত্তাল রাজ্য রাজনীতি!

পঞ্চায়েতে লুট, লোকসভায় হিসেব চোকানোর নিদান শুভেন্দুর! উত্তাল রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ছয় দফার নির্বাচন হয়ে গিয়েছে। বাকি রয়েছে আর এক দফা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রচারে গিয়েই জয়নগর থেকে রীতিমতো হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, গোটা রাজ্যজুড়ে তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাস করেছে বলে অভিযোগ। আর তাকেই হাতিয়ার করে হিসাব চোকানোর নিদান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, গতকাল জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বিগত পঞ্চায়েত নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, “পঞ্চায়েতে আপনারা ভোট দিতে পারেননি তো! পঞ্চায়েতে লুট হয়েছে। কেউ ভোট দিতে পারেননি তো! হিসাব হবে, এবার হিসাব হবে। এবার সমস্ত হিসাব হবে। আমাকে বিশ্বাস করেন তো!”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বিশ্বাস যোগানোর চেষ্টা করলেন যে, এবারে তৃণমূল আর ভোট লুট করতে পারবে না। পঞ্চায়েতে তারা যেভাবে সন্ত্রাস করেছে, তার জবাব এবার দিতে হবে লোকসভার ব্যালট বক্সে। তাই সকলকে জাগরণের বার্তা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ভোট লুটের যে যন্ত্রনা, তার শিক্ষা তৃণমূলকে দেওয়ার বার্তা দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!