এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পার্থকে “ভালো ছেলে” সম্বোধন মমতার! ভোটবাক্সে জবাব দিতে তৈরি অর্জুন!

পার্থকে “ভালো ছেলে” সম্বোধন মমতার! ভোটবাক্সে জবাব দিতে তৈরি অর্জুন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা ভোটের আগে ব্যারাকপুরে খেলা জমে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। তবে অর্জুন সিংহকে কথা দিয়েও টিকিট না দেওয়ার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যতদূর খবর পাওয়া যাচ্ছে, অর্জুন সিংহ তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে আবার বিজেপি ব্যারাকপুর থেকে প্রার্থী করতে পারে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অর্জুন সিংহকে নিয়ে কমেন্ট করতে গিয়ে বলেছেন, যে যেখানে খুশি যেতে পারে। তবে তাদের প্রার্থী পার্থ ভৌমিক। সে ভালো ছেলে। সে মানুষের ভোটে জিতে আসবে। কিন্তু ব্যারাকপুরের মত জায়গায় গতবার তৃণমূল কংগ্রেস হেভিওয়েট প্রার্থী দিলেও শেষ পর্যন্ত অর্জুন সিংহ বিজেপিতে গিয়ে নিজে জয়যুক্ত হয়েছিলেন। এখানে অর্জুন সিংহের একটা নিজস্ব বেস রয়েছে। তাই এবারেও তৃণমূল নেত্রী যদি স্বপ্ন দেখেন যে, পার্থ ভৌমিককে প্রার্থী করে তিনি ব্যারাকপুর দখল করবেন, তাহলে ভুল করছেন। আর অর্জুন সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর যে কথা বললেন, তাতে ভোটেরবাক্সে তৃণমূলের চাপ যে বাড়বে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে।

প্রসঙ্গত, এদিন অর্জুন সিংহের প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রশংসা করেন। আর তার পরিপ্রেক্ষিতে পাল্টা অর্জুন সিংহ বলেন, “দিদিমনির কাছে পার্থ ভৌমিক ভালো হতে পারে। কিন্তু এলাকার মানুষের কাছে ভালো নয়। আর কে কত ভালো, সেটা ভোট বাক্সেই বোঝা যাবে।” অর্থাৎ অর্জুন সিংহ কিন্তু আবার একটা বড় খেলা খেলতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছেন যে, অর্জুন সিংহ নাকি এখনও পর্যন্ত বিজেপির সাংসদ। কিন্তু তাহলে একসময় তাকে নিজের দলে নিয়ে পতাকা ধরিয়ে, কেন নিজেদের নেতা হিসেবে পরিচয় দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো? তখন দল ভাঙাতে তার ভালো লেগেছিল, আর আজকে যখন অর্জুন সিংহ তৃণমূল প্রতিশ্রুতি পূরণ করেনি বলে তাকে টিকিট দেয়নি বলে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে! তখন তিনি অর্জুন সিংহকে বিজেপির বলে দাডিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো মত জানেন যে, ব্যারাকপুর তাদের পক্ষে জেতা অত্যন্ত কঠিন। তাই এখানে পার্থ ভৌমিককে বলির পাঠা করা হয়েছে। দিনের শেষে অর্জুন সিংহ যদি বড় কোনো পদক্ষেপ নেন, তাহলে এবারেও তাকে বিজেপি প্রার্থী করতে পারে। আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় “ভালো ছেলে” পার্থ ভৌমিকের জামানত জব্দ হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, অর্জুন সিংহকে তৃণমূল কংগ্রেস দলে নিয়েছিল। আর এখন তৃণমূল নিজেরাই সেই অর্জুন সিংহের সঙ্গে বাটপারি করে তার সঙ্গে প্রতারণা করে, সে যেখানে খুশি যেতে পারে, এরকম কিছু বলার চেষ্টা করছে। কিন্তু এতে অর্জুন সিংহের লস হয়নি। বরঞ্চ তিনি দম বন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে গেলেন। এখন পার্থ ভৌমিককে নিয়েই ব্যারাকপুর জেতার চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই দেখা যাবে, তাদের কত দম! কারণ অর্জুন সিংহ যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, বিজেপির তরফেই তিনি টিকিট পেয়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে যদি এবারেও অর্জুন সিংহ জয়লাভ করেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে, ব্যারাকপুরের মত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা বলে কিছু নেই। এখানে শেষ কথা অর্জুন সিংহই। আর তখন পার্থ ভৌমিক “ভালো ছেলে” এত বড় বড় ডায়লগ গ্যাস বেলুনের হওয়ার মত চুপসে যাবে। বয়সে অনেক ছোট অর্জুন সিংহের কাছে রাজনৈতিকভাবে হেরে গিয়ে মুখ দেখানোর মত জায়গা খুঁজে পাবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!